দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে মোহনপুর ব্রিজে (দেশপ্রাণ বীরেন্দ্র সেতুতে) স্টেট বাস ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর জখম পিকাপ ভ্যানের চালক। সামান্য জখম হয়েছেন পিকাপ ভ্যানের খালাসীও। দু’জনকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিকে, সোমবার রাত্রি সাড়ে ৯টা-১০টা নাগাদ মোহনপুর ব্রিজের ঠিক মাঝখানে এই দুর্ঘটনা ঘটার ফলে ঘন্টাখানেকের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কোতোয়ালী থানার পুলিশ আধিকারিকরা। দুমড়ে-মুচড়ে যাওয়া পিকাপ ভ্যানটিকে ক্রেনের সাহায্যে সরানো হয় ব্রিজের মাঝখান থেকে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকেও নিয়ে যায় পুলিশ। যদিও, বাসের চালক, খালাসী সহ যাত্রীরা সকলেই অক্ষত আছেন।

thebengalpost.net
মোহনপুর ব্রিজে দুর্ঘটনা:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

জানা যায়, এদিন রাত্রি সাড়ে ৯টা নাগাদ খড়্গপুরের চৌরঙ্গীর দিক থেকে মেদিনীপুর শহরের দিকে আসছিল একটি দূরপাল্লার স্টেট বাস। অপরদিকে, তীব্র গতিতে মেদনীপুর শহর থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল পিকাপ ভ্যানটি। ব্রিজের উপর মুখোমুখি সংঘর্ষ ঘটে। পিকাপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনায় পিকাপ ভ্যানের চালক রক্তাক্ত ও জখম হন। সামান্য জখম হন খালাসীও। দু’জনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, ওই পিকাপ ভ্যানের চালক পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):