শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: মাঠের লক্ষ্মী ঘরে পৌঁছনোর আগেই পুড়ে ছাই! নেপথ্যে সেই ‘নিষিদ্ধ’ নাড়ার আগুন। ধান কাটার মরসুমেই ধান জমিতে নাড়া পোড়ানোর আগুনে ভস্মীভূত হয়ে গেল ৩ বিঘা জমির পাকা ধান। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের খামরা এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা দামোদর দাস ভাগে ৩ বিঘা ২ কাঠা জমি চাষ করেছিলেন। পাশাপাশি জমিগুলিতে ধান উঠে গেলেও, দামোদরের জমিতে পাকা ধান ছিল। পাশের জমিগুলিতে ধান উঠে যাওয়ায় জমিতে নাড়া পোড়ানো চলছিল। আর সেই নাড়া পোড়ানোর আগুন থেকেই দামোদরের জমিতে আগুন লেগে পুড়ে যায় প্রায় ৩ বিঘা জমির ধান!
জানা যায়, জমি থেকে দামোদরের বাড়ি প্রায় ২ কিলোমিটার দূরে। খবর পেয়েই বাড়ি থেকে দৌড়ে এলেও ততক্ষণে সব শেষ! জমিতেই মাথায় হাত দিয়ে বসে পড়েন দামোদর। শুক্রবার সকালে বিষয়টি তিনি ডেবরা পুলিশ-প্রশাসনকেও জানিয়েছেন। পুলিশ আধিকারিকরা গিয়ে পরিদর্শনও করেছেন। পাশাপাশি ডেবরা ব্লকের কৃষি আধিকারিকও জমি পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে দামোদর জানিয়েছেন, প্রায় ৫০-৬০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে তাঁর! এই বিষয়ে ডেবরার বিডিও (BDO) প্রিয়ব্রত রাঢ়ী জানিয়েছেন, “আমরা নাড়া পোড়ানো নিয়ে বারবার সতর্ক করছি। তবুও, কিছু মানুষ প্রশাসন ও কৃষি দফতরের বার্তা অমান্য করে এই কাজ করছেন। দ্রুত আমরা ব্যাবস্থা নেব।” তিনি এও জানিয়েছেন, কৃষি আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।