দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: প্রায় ৩০ বছরের ঐতিহ্য বজায় রেখে, শীত পড়ার সাথে সাথেই মেদিনীপুর শহরে শীতবস্ত্রের সম্ভার নিয়ে হাজির হলো ‘লুধিয়ানা সেল’। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ও মেডিক্যাল কলেজ সংলগ্ন ভবঘুরে আবাসের গলিতে এই বাজারের উদ্বোধন হয়। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই লুধিয়ানা সেল। রকমারি শীতবস্ত্রের ঐতিহ্যবাহী এই বাজারে এবার মোট ২৮টি স্টল থাকছে বলে জানিয়েছেন লুধিয়ানা সেলের পক্ষ থেকে হুমায়ুন মালিক। পাঞ্জাবের লুধিয়ানা থেকে বরাবরের মতোই এবারও তাঁরা শীতবস্ত্রের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বলেও জানিয়েছেন হুমায়ুন।

thebengalpost.net
মেদিনীপুর শহরে ‘লুধিয়ানা সেল’র বাজার:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, বছর ৫০-র হুমায়ুন মালিক কলকাতায় থাকেন। তবে, মেদিনীপুর-খড়্গপুরে তাঁর অনেক আত্মীয় থাকেন বলে জানিয়েছেন হুমায়ুন। সেই সঙ্গে সোমবার সন্ধ্যায় তিনি এও জানিয়েছেন, “আমার বাবা কায়ুম মালিক আজ থেকে প্রায় ৩৫-৪০ বছর আগে মেদিনীপুর শহরে লুধিয়ানা থেকে শীতবস্ত্র নিয়ে এসে ব্যবসা শুরু করেছিলেন। তিনি প্রায় ১০-১৫ বছর ধরে প্রতি শীতে শীতবস্ত্রের এই পসরা নিয়ে আসতেন। সেই সূত্র ধরেই আমার আসা। আমি প্রায় ৩০ বছর ধরে মেদিনীপুরে আসছি।” হুমায়ুনের সংযোজন, “গুণমান ধরে রাখতে পেরেছি বলেই ৩০ বছর ধরে মেদিনীপুর শহর তথা জেলাবাসীর আস্থা অর্জন করা সম্ভব হয়েছে।” জিনিসপত্রের মান অনুযায়ী তাঁরা ন্যায্য মূল্যে শীতবস্ত্র বিক্রি করেন বলে দাবি হুমায়ুনের। ছোটো-বড় সবার জন্যই এবারও ফিক্সড রেট বা নির্ধারিত মূল্যে জিনিসপত্র বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা মেদিনীপুর শহরে থাকবেন বলেও এদিন জানিয়েছেন শীতবস্ত্রের ব্যবসায়ী হুমায়ুন মালিক।

thebengalpost.net
প্রথম দিনই খদ্দেরদের আনাগোনা লুধিয়ানা বাজারে: