দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ নভেম্বর: দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কার্যত উৎসবের মেজাজেই ভোট হচ্ছে জঙ্গলমহলে। শান্তিতে এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন ভোটাররা। আর, ভোট দিয়ে ফেরার পথেই ছোলা মুড়ির ব্যবস্থা ভোটারদের জন্য! মেদিনীপুর বিধানসভার অধীন মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরি, ভেলকি, চাঁদড়া সর্বত্র নজরে এলো একই চিত্র! কোথাও ভোটারদের চানাচুর-মুড়ি খাওয়াচ্ছে তৃণমূল শিবির। আবার কোথাও ছোলা-মুড়ি দেওয়া হচ্ছে বিজেপির তরফে। লোহাটিকরি ও ভেলকিতে যথাক্রমে চানাচুর-মুড়ি ও ছোলা-মুড়ি খাওয়ানো হচ্ছে তৃণমূলের তরফে। অপরদিকে, চাঁদড়াতে ছোলা-মুড়ির ব্যবস্থা রয়েছে বিজেপির তরফে। শাসক, বিরোধী দুই শিবিরেরই দাবি, তাঁরা সমস্ত ভোটারদের জন্যই এই ব্যবস্থা রেখেছেন। একইসঙ্গে তাঁদের এও দাবি, শান্তিপূর্ণভাবে এবং উৎসবের মেজাজে এই সমস্ত এলাকায় ভোট হচ্ছে।

thebengalpost.net
মেদিনীপুর সদর ব্লকের ভেলকিতে:

অন্যদিকে, বুধবার সকালে মেদিনীপুর শহরের ৬নং ওয়ার্ডের বার্জটাউন এলাকায় ভিটিটি কলেজে, নিজের বুথে ভোট দেওয়ার পরই ‘পুলিশি অসহযোগিতা’ অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তারপরই তিনি রওনা দেন মেদিনীপুর সদর ব্লকের দেপাড়া এলাকায়। সেখানে দলীয় কর্মী নয়ন দে-কে পুলিশের তরফে ভয় দেখিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। তাঁকে বাড়ি থেকে নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করেন শুভজিৎ। এরপর শুভজিৎ দৌড়ে বেড়ান মেদিনীপুর সদর ব্লকের অন্যান্য বুথ এবং শালবনী ব্লকের বিভিন্ন বুথে। সাতপাটি এলাকায় তাঁদের কিছু ভোটারকে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তবে, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তাঁরা ভোট দিয়েছেন বলেও জানিয়েছেন।

thebengalpost.net
সাতপাটিতে:

অন্যদিকে, সকালে সস্ত্রীক ২২নং ওয়ার্ডের স্মৃতিকণা উচ্চ বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। ভোটকেন্দ্রে প্রবেশের সময়ই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বছোস আবাদে তার কেন্দ্রীয় বাহিনী অকারণে অতি সক্রিয়তা দেখাচ্ছেন বলে অভিযোগ সুজয়ের। মেদিনীপুর শহরে নির্বিঘ্নে ও শান্তিতে ভোট হয় বলে তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের স্পষ্ট করে দেন। ভোটাধিকার প্রয়োগ করার পর মেদিনীপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে চষে বেড়ান সুজয়। সঙ্গী ছিলেন নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক দীনের রায় সহ অন্যান্য নেতৃত্বরা। মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন বলে দাবি সুজয়ের।

thebengalpost.net
সস্ত্রীক সুজয়:

thebengalpost.net
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা: