thebengalpost.net
সাউথ সাইড এলাকায় হাতি দেখতে ভিড়:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: রবিবার (১০ নভেম্বর) মেদিনীপুর শহরের উপকন্ঠে খয়েরুল্লাচক সংলগ্ন কুঁয়াবুড়ি, দেলুয়া প্রভৃতি এলাকায় পৌঁছে গিয়েছিল ১০-১২টি হাতির একটি দল। আতঙ্কের প্রহর গুনছিলেন শহরবাসী! অনেকেই রোমন্থন করছিলেন, প্রায় বছর চারেক আগের সেই (২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি) শীতের সন্ধ্যার স্মৃতিও। খোদ জেলা শহর মেদিনীপুরে ঢুকে পড়েছিল একটি দলছুট দাঁতাল। এবার, সেই স্মৃতি উস্কেই ঠিক পাশেই ‘রেল শহর’ খড়্গপুরে ঢুকে পড়ল ১০-১২টি হাতির একটি বিশাল দল। মঙ্গলবার ভোর রাতেই শহরবাসীর দোড়গোড়ায় পৌঁছে গেছেন হাতি ঠাকুরের দল! অবস্থান করছে খড়্গপুর স্টেশন ও রেলওয়ে হাসপাতাল সংলগ্ন সাউথ সাইড এলাকায় একটি ছোট জঙ্গল বা ঝোপঝাড়ের মধ্যে। ভোর থেকেই খড়্গপুর শহর জুড়ে শুরু হয়েছে চরম তৎপরতা।

thebengalpost.net
মহকুমা হাসপাতালের পেছনের জঙ্গলে:

thebengalpost.net
সাউথ সাইড এলাকায় হাতি দেখতে ভিড়:

মঙ্গলবার সকাল ৭টার পর থেকেই খড়্গপুর শহরের খড়্গপুর স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মহকুমা হাসপাতাল (চাঁদমারি হাসপাতাল), রেলওয়ে হাসপাতাল এবং সংলগ্ন সাউথ সাইড এলাকার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আছেন বনদপ্তর ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। আছে হুলা পার্টিও। জানা যায়, সোমবার গভীর রাতে ঝাড়গ্রাম থেকে রেললাইন পেরিয়ে সোজা খড়্গপুরে শহরে ঢুকে পড়ে একটি বিশাল হাতির দল। এই দলে প্রায় ১০ থেকে ১২টি হাতি রয়েছে। শহর থেকে হাতির ওই দলটিকে বের করতে হুলা পার্টি সহ বিশাল পুলিশ বাহিনী তৎপর রয়েছে সকাল থেকেই। খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে। সকাল ৮টার খবর অনুযায়ী, খড়্গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের (সাউথ সাইড এলাকায়) সামনের জঙ্গলে রয়েছে হাতির দল। স্বাভাবিকভাবেই, শহরের মধ্যে হাতির দল প্রবেশ করায় আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়্গপুর শহর জুড়ে!

thebengalpost.net
গৃহস্থের দোরগোড়ায় হাতি:

শহরবাসীর একাংশের অভিযোগ, সোমবার রাতে হাতির দলটি খড়্গপুর গ্রামীণের গোকুলপুর সংলগ্ন টাটা মেটালিক্স কারখানার আশেপাশে অবস্থান করছিল ওই হাতির দলটি। বনদপ্তর শহরে প্রবেশ আটকাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, বনদপ্তরের তরফে দাবি করা হয়েছে, প্রথম থেকেই তাঁরা তৎপর ছিলেন। এই মুহূর্তে হাতির দলটিকে নজরে রাখা হয়েছে পুলিশ ও বনদপ্তরের তরফে। যাতে সাউথ সাইড এলাকার ওই জঙ্গল থেকে বেরিয়ে, হাতির দলটি শহরে তাণ্ডব না করতে পারে; সেজন্য বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাতের দিকে হাতির দলটিকে ড্রাইভ করে জঙ্গলে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):