দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৫ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় উপ-নির্বাচন (Bye Election) অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। মঙ্গলবার বিকেল চারটা একটি নাগাদ সাংবাদিক বৈঠক করার সাথে সাথেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় নির্বাচন কমিশন। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের মধ্যেই দেশের ৪৮টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৩ এবং ২০ নভেম্বর দুই দফায় ঝাড়খণ্ডে এবং এক দফায় ২০ নভেম্বর ভোটগ্রহণ মহারাষ্ট্রে। আর প্রথম দিনই (১৩ নভেম্বর) নির্বাচন হবে বাংলার ৬টি বিধানসভা আসনে। এই ৬টি বিধানসভা হল- মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া, সিতাই ও মাদারিহাট। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যু হয়েছে সম্প্রতি। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপ-নির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অগামী ১৮ অক্টোবর ‘গেজেট নোটিফিকেশন’ প্রকাশিত হবে। আর তারপরই আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট (MCC) লাগু হয়ে যাবে। বিধানসভা ক্ষেত্রগুলি যে জেলার অন্তর্গত, সেই জেলা জুড়ে MCC লাগু হতে পারে বলে জানা গেছে। ১৮ অক্টোবর থেকেই মনোনয়ন পর্ব শুরু হয়ে যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ২৫ অক্টোবর। স্ক্রুটিনি ২৮ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। নির্বাচন ১৩ নভেম্বর এবং ভোট গণনা ২৩ নভেম্বর। প্রসঙ্গত উল্লেখ্য, ৬টি বিধানসভার মধ্যে ৫টি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছিলেন (২০২১ সালে)। পরে তাঁরা সাংসদ হন (২০২৪ সালে)। এঁরা হলেন যথাক্রমে- জুন মালিয়া, পার্থ ভৌমিক, অরূপ চক্রবর্তী, জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া এবং হাজি নুরুল ইসলাম (সদ্য প্রয়াত)। অপরদিকে, বিজেপি-র মনোজ টিগ্গা মাদারিহাটের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তিনি সাংসদ হওয়ায় সেই আসনেও ভোটগ্রহণ হবে।