দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমার অধীন ৬টি ব্লকের ২৬টি ক্লাবকে নিয়ে গত প্রায় ২ মাস ধরে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত হয় প্রথম বিভাগীয় (A ডিভিশন) ও দ্বিতীয় বিভাগীয় (B ডিভিশন) মহকুমা ফুটবল লিগ। প্রথম বিভাগ বা A ডিভিশনের ফাইনাল ম্যাচটি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। এই ম্যাচে রাঙামাটি সমাগম ক্রীড়া সংস্থা ৭-১ গোলে পরাজিত করে মেদিনীপুর স্পোর্টিং ক্লাবকে। বিকেল সাড়ে ৫টা নাগাদ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। এছাড়াও, উপস্থিত ছিলেন মেদনীপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই, মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার অপর যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ, জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য শম্ভুনাথ চট্টোপাধ্যায়, MKDA-র দুই ভাইস প্রেসিডেন্ট প্রদ্যোৎ ঘোষ ও প্রদীপ সরকার প্রমুখ। তাঁরা চ্যাম্পিয়ন ও রানার্স দল সহ সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

thebengalpost.net
অরবিন্দ স্টেডিয়ামে:

thebengalpost.net
Advertisement (বিজ্ঞাপন):

সাংসদ জুন বলেন, “মেদিনীপুর তথা জঙ্গলমহলে প্রতিভার অভাব নেই। ভালো ফুটবলার তথা ক্রীড়াবিদ তুলে আনাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।” অপরদিকে, রাঙামাটি সমাগম ক্লাবের কর্মকর্তারা বলেন, “এটা মনে হয় একটা নতুন ইতিহাস হল! আমরা গত বছরই প্রথম বি ডিভিশনের খেলায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারই প্রথম এ ডিভিশনের খেলায় অংশ নিলাম। সেখানেও চ্যাম্পিয়ন হলাম। এই কৃতিত্ব সব থেকে বেশি ফুটবলারদের! তাই তাঁদের আমরা অবশ্যই খুব ভালোভাবে সংবর্ধিত করতে চাই।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মহকুমা ফুটবল লিগের দ্বিতীয় বিভাগীয় বা B ডিভিশনের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৩ অক্টোবর। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে যথাক্রমে মহামেডান ফ্যান ক্লাব মেদিনীপুর এবং বিজয় একাদশ মেদিনীপুর।

thebengalpost.net
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে: