শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: এখনও ‘জলবন্দী’ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, ডেবরা, কেশপুরের হাজার হাজার মানুষ। নৌকা বা ডিঙিই এখনও ভরসা প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যেই, সোমবার দুপুরে নৌকা ডুবি হল ঘাটালের আরগোরা চাথালে! প্রবল স্রোতের মুখে যাত্রী বোঝাই নৌকো উল্টে যায়। নৌকোয় যাত্রীদের সাথে ছিলেন এক নাবালক এবং একজন ডায়ালিসিস রোগীও। তবে, অপেক্ষাকৃত কম জল থাকার কারণে সকলকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

thebengalpost.net
নৌকাডুবি ঘাটালে:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়ায় কাঁসাই (কংসাবতী) নদীর জলের তোড়ে ডেবরা ব্লকের ২নং ভরতপুর অঞ্চলের বীরসিংপুরের নদীবাঁধ ভেঙে প্লাবিত প্রায় ৫ টি গ্রাম। স্থানীয় বাসিন্দাদের নদী বাঁধেই আশ্রয় নিতে হয়েছে। নদীর পাশেই থাকা পাকা বাড়িও ভেসে গিয়েছে নদীতে! গত দু’একদিনে জল কিছুটা কমতে শুরু করলেও, মানুষের দুর্ভোগ এখনও দূর হয়নি! ফলে, ত্রাণ না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বিপর্যস্ত গ্রামগুলিতে। এলাকাবাসীদের অভিযোগ, ১৮ সেপ্টেম্বরের পর থেকে সরকারিভাবে কোন ত্রাণ এসে পৌঁছয়নি গ্রামে! পাশাপাশি দীর্ঘ ১০ বছর ধরে নদী বাঁধ সংস্কার হয়নি বলেই নদী বাঁধে ভাঙন বলে দাব স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধানের দেখা নেই! ফলে, বীরসিংপুর গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়ে পোস্টার টাঙিয়ে দিয়েছেন। পোস্টারে লেখা রয়েছে, গত ১৮ সেপ্টেম্বর নদী বাঁধ ভেঙেছে। আজ পর্যন্ত কোনও MP, MLA, BDO, DM সহ প্রশাসনিক আধিকারিকদের দেখা নেই। বাঁধ মেরামতের কন্ট্রাক্ট বা চুক্তি করতে হলে গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোন রাজনৈতিক নেতা বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নয়! এই ঘটনার পরই ডেবরা ব্লকের ২নং ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংপুরের বন্যাকবলিত এলাকায় গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় প্রধান ও তাঁর স্বামীকে।

thebengalpost.net
ডেবরাতে ভাসছে আস্ত বাড়ি:

অন্যদিকে, সোমবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে, বন্যার্তদের ত্রাণ বিলি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তাঁর অভিযোগ, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই! পাশাপাশি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিলি নিয়েও রাজনীতির অভিযোগ তুলে সরব হন শুভেন্দু। বলেন, সিপিএম আর যাই করুক ত্রাণ নিয়ে রাজনীতি করেনি। যেটা মমতা ব্যানার্জী করেছেন! আর জি কর কান্ডে তৃণমূল পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে CBI-র তলব নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষ, “নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবেন! নির্মল ঘোষকে রিমান্ডে নিয়ে তাঁর ফোন সিজ করলেই বোঝা যাবে ঘটনার দিন (৯ আগস্ট) থেকে মমতা ব্যানার্জি কতবার ফোন করেছেন তাঁকে!”

thebengalpost.net
ডেবরাতে প্রধান ও তাঁর স্বামীকে ঘিরে বিক্ষোভ:

thebengalpost.net
ঘাটালে শুভেন্দু অধিকারী: