দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিউ ট্রাফিক এলাকায় পথ-দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতার মারে বা গণপিটুনিতে ট্রাক চালকের মৃত্যু ও পুলিশের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনার পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠান খড়্গপুর মহকুমা আদালতের বিচারক (এসিজেএম) অনির্বাণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায়, শুক্রবার ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতে হাজির করলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শনিবার ফের ৪ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে, তাদেরও ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক (এসিজেএম) অনির্বাণ চট্টোপাধ্যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তল্লাশি অভিযান এখনও চলছে। আরো অনেকে ধরা পড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, পুলিশি অভিযানে ভীত সন্ত্রস্ত নিউ ট্রাফিক এলাকার বাসিন্দারা (পুরুষরা) ভয়ে এলাকা ছাড়ছেন! প্রায় বেশিরভাগ পরিবার এখন পুরুষ-শূণ্য হয়ে পড়েছে বলেও দাবি স্থানীয়দের। প্রসঙ্গত, চলতি সপ্তাহের বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নিউ ট্রাফিক এলাকায় একটি মর্মান্তিক পথ-দুর্ঘটনায় ট্রাকের তলায় পিষ্ট হয়ে মারা যান স্কুটি চালক তথা স্থানীয় যুবক অর্জুন নায়েক (৩২)। এরপরই ক্ষুব্ধ জনতা ট্রাক চালককে বেধড়ক মারধর করে। যার জেরে বৃহস্পতিবার ভোরে শ্যাম শঙ্কর গ্যানকোয়াড় (৩০) নামে মহারাষ্ট্রের বাসিন্দা, ওই ট্রাক চালকের মৃত্যু হয়! ট্রাক চালককে বাঁচাতে গিয়ে খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছিলেন। তাঁরা অবশ্য প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। তবে, সেই ঘটনাতে পুলিশি ধরপাকড় এখনও চলছে। গ্রেফতারির ভয়ে সিঁটিয়ে আছেন ওই এলাকার বাসিন্দারা! অনেকেই আবার বাড়ি ছাড়ছেন।