দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: একে অপরকে চোখে হারাত বললেও অত্যুক্তি হয়না! সকালে বাড়ি থেকে বেরোনোর পর সেই রাত্রি অবধি, একসাথেই কাটতো বেশিরভাগ সময়টা। আড্ডা, গল্পগুজব থেকে ক্রিকেট খেলা কিংবা রেস্টুরেন্টে খেতে যাওয়া- একসঙ্গেই থাকত তিন বন্ধু। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল বছর ২৮’র তিন যুবক অলীক দে, নরেন্দ্রনাথ সাউ এবং শান্তনু দাস। স্থানীয় পর্যায়ে ভাল ক্রিকেটার হিসেবেও বেশ নামডাক ছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা সংলগ্ন দেউলি, সরিষা ও সুজানগরের বাসিন্দা অলীক, নরেন ও শান্তনুর। বন্ধুত্বের টান এতটাই গভীর ছিল যে, ‘ওপারেও’ তারা পাড়ি দিল একসঙ্গেই! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের থেকে বয়সে সামান্য ছোটো অপর এক যুবক। এদিকে, রবিবার (২৫ আগস্ট) গভীর রাতের মর্মান্তিক এই দুর্ঘটনায় তরতাজা তিন যুবককে হারিয়ে হাহাকার করছেন বেলদাবাসী। সোমবার সকাল থেকে খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও!
জানা যায়, রবিবার নিজেদের কাজকর্ম শেষে রাত্রি ১০টা-সাড়ে ১০টা নাগাদ দু’টি বাইকে করে চার বন্ধু বেরিয়েছিল জাতীয় সড়কের পাশে কোনও রেস্টুরেন্টে (বা, হোটেলে) খাবার খেতে। বাড়ি ফেরার পথে রাত্রি সাড়ে ১১টা নাগাদ বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় জাতীয় সড়কের (৬০নং জাতীয় সড়কের) উপর ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা! পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর- বালেশ্বর ৬০নং জাতীয় সড়কের শুশিন্দা এলাকায় একটি লেন থেকে অপর লেনে বাঁক নেওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার ধাক্কা মারে তাদের দু’টি বাইকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে চার যুবক। দ্রুত তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিন জনকে মৃত ঘোষণা করেন! বছর ২২-র অপর যুবককে বেলদা থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে। মেদিনীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। এদিকে, বেগতিক দেখেই ওই প্রাইভেট কারের চালক পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ ঘাতক প্রাইভেট কার সহ দুর্ঘটনাগ্রস্ত বাইক দু’টি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ বেলদাবাসী! জেলা জুড়েই নেমে এসেছে শোকের ছায়া।