মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ আগস্ট: মার্চের শেষে (৩০ মার্চ, ২০২৪) অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় (চ্যাম্পিয়নশিপে) ‘রেকর্ড’ (Record) গড়ে (৫৫.৮৬ মিটার) প্রথম স্থান অধিকার করেছিল। এবার, রাজ্যস্তরীয় জ্যাভলিন প্রতিযোগিতাতেও জোড়া সাফল্য অর্জন করল পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা বিবেকানন্দ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মেঘনাদ পূর্তি। বুধবার (৭ আগস্ট) জাতীয় জ্যাভলিন দিবস (National Javelin Day) উপলক্ষে, রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন (West Bengal State Athletics Association)-র উদ্যোগে কলকাতার সাই কমপ্লেক্সে (SAI, Eastern Centre, Kolkata) আয়োজিত রাজ্যস্তরীয় জ্যাভলিন প্রতিযগিতায় প্রথম স্থান (অনূর্ধ্ব ২০ বিভাগে) অধিকার করে, সোনা (Gold Medal) জিতল পশ্চিম মেদিনীপুরের ডেবরার মলিঘাটির বাসিন্দা তথা শালবনীর ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র মেঘনাদ পূর্তি। ঠিক তার পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার (৮ আগস্ট) ৭২তম স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৪ (72nd State Athletics Championship 2024)-এ তৃতীয় স্থান (অনূর্ধ্ব ২০ বিভাগে) দখল করে ব্রোঞ্জ জিতে নিয়েছে মেঘনাদ। স্বাভাবিকভাবেই মেঘনাদের এই জোড়া সাফল্যে গর্বিত মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (DSA, Midnapore) সহ সমগ্র পশ্চিম মেদিনীপুরই।

thebengalpost.net
মেঘনাদ পূর্তি:

উল্লেখ্য যে, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার (DSA, Midnapore) পক্ষ থেকে রাজ্যস্তরীয় এই দু’টি প্রতিযোগিতার ‘অনূর্ধ্ব-২০’ (U-20) জ্যাভলিন থ্রো (Javelin Throw Competition) বিভাগে প্রতিনিধিত্ব করে মেঘনাদ। কলকাতার সল্টলেকের সাই ইস্টার্ন সেন্টারে আয়োজিত রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ‘চ্যাম্পিয়ন’ প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রথম দিন (বুধবার) বিভিন্ন জেলার ১৭ জনকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করে মেঘনাদ। মেঘনাদ থ্রো করে ৫৩.৬৮ মিটার। দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) অবশ্য তৃতীয় স্থান অধিকার করে সে। মেঘনাদের প্রশিক্ষক তথা মেদিনীপুর শহরের বিড়লামাঠে অবস্থিত VTFCCE ক্যাম্পের কর্ণধার ড. স্বদেশ রঞ্জন পান বলেন, “গত বছর (২০২৩), ন্যাশনাল জ্যাভলিন ডে-তে আয়োজিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিল মেঘনাদ। এবার, প্রথম স্থান অধিকার করেছে। পরদিনই ৭২তম রাজ্য চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছে। এটা ঠিক, মার্চ মাসে ঘরের মাঠে অর্থাৎ মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে ও যতটা (৫৫.৮৬ মিটার) থ্রো করেছিল, এই দু’দিন একটু কম (প্রায় ৫৪ মিটার) হয়েছে। তা সত্ত্বেও মেঘনাদের এই লড়াই ও সাফল্যে আমরা গর্বিত।”

মেঘনাদকে শুভেচ্ছা জানিয়েছেন মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্জিত তোরই সহ অন্যান্যরা। মেঘনাদের স্কুল অর্থাৎ ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী বলেন, “মেঘনাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকে। অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছেলে। পড়াশোনাতেও ভাল। আর, ক্রীড়াক্ষেত্রে যেভাবে আমাদের সমগ্র জেলাকেই ও গর্বিত করে চলেছে, তাতে আমরা আপ্লুত। ওর আরও অনেক সাফল্য কামনা করি।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ৭২তম স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (72nd State Athletics Championship- 2024)-র ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় (সিনিয়র বিভাগে) তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ জিতে নিয়েছে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার আরেক প্রতিযোগী সন্দীপ মাহাত। সন্দীপ ঝাড়গ্রামের বাসিন্দা। প্রশিক্ষণ নেয় মেদিনীপুর শহরের বিড়লামাঠের VTFCCE ক্যাম্পে, ড. স্বদেশ রঞ্জন পানের তত্ত্বাবধানেই। সন্দীপকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।

thebengalpost.net
প্রশিক্ষক স্বদেশ রঞ্জন পানের সঙ্গে: