দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: ইউনিয়ন রুমের দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন খড়্গপুর কলেজ (Kharagpur College)। কলেজের ইউনিয়ন রুম বা ইউনিয়ন অফিস কার দখলে থাকবে, তা নিয়েই সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে। জখম হয় দু’পক্ষের ৪ জন ছাত্র। তাদের খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, বুধবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন অফিসে বসে ছিল শেখ আমন এবং তার সঙ্গীরা। অভিযোগ, সেই সময়ই তৃণমূল ছাত্র পরিষদের অপর গোষ্ঠীর রোহন দাস ও তার সঙ্গীরা এসে ওই ইউনিয়ন অফিস দখল করবে বলে তাদের উপরে হামলা চালায়। রড, পাথর দিয়ে ছাত্রদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজনের মাথাও ফাটে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। পুলিশের সামনেই খড়গপুর কলেজ গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠী। তৃণমূল ছাত্র পরিষদের খড়্গপুর কলেজ ইউনিটের সহ-সভাপতি সেখ আমনের অভিযোগ, “আমরা খড়গপুর কলেজের ইউনিয়ন রুমে বসে ছিলাম। কিছুদিন আগে রুম পরিষ্কার করেছি। লাইট লাগিয়েছি। বিজেপি থেকে কিছুদিন আগেই তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করা রোহন দাস হঠাৎ করে আজ তার বহিরাগত দলবল নিয়ে খড়গপুর কলেজের ইউনিয়ন রুমে ঢুকে আমাদের উপরে রড, পাথর দিয়ে হামলা চালায়। আমাদের দু’জন কর্মী আহত। তারা হাসপাতালে ভর্তি আছে।” অপর গোষ্ঠীরও দু’জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।