দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: খড়্গপুর পৌরসভা, ঝাড়গ্রাম পৌরসভা থেকে শুরু করে দমদম পৌরসভার থেকেও ট্রেড লাইসেন্স ফিস বেশি মেদিনীপুর পৌরসভাতে। এমনই দাবি পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। তাঁদের দাবি অনুযায়ী, খড়্গপুর ও ঝাড়গ্রাম পৌরসভাতে ডায়াগনস্টিক কিংবা প্যাথলজি সেন্টারের ট্রেড লাইসেন্স ফিস ৩৫০০টাকি। দমদম পৌরসভার ক্ষেত্রে এই ফিস মাত্র ২১২৫টাকা। অথচ, মেদিনীপুর পৌরসভা-র ক্ষেত্রে এই ফিস ৯,৫০০টাকা। এই ফিস কমবেশি ৩ হাজার টাকা করার দাবি জানিয়ে সংগঠনের তরফে মেদিনীপুর পৌরসভায় ডেপুটেশন বা স্মারকলিপি জমা দেওয়া হয়।
সোমবার সংগঠনের তরফে সম্পাদক বিশ্বনাথ দাস বলেন, “আমাদের পাশের দু’টি পৌরসভা থেকে দমদম, দুর্গাপুরের মতো বড় বড় সব পৌরসভার থেকেও মেদিনীপুর পৌরসভাতে এই চার্জ অনেক বেশি। যেখানে হোটেল, বার, রেস্টুরেন্টের ক্ষেত্রে এই চার্জ ১০ হাজার টাকা; সোনা দোকানের ক্ষেত্রে মাত্র ২ হাজার টাকা এবং সিভিল কনট্রাক্টরদের ক্ষেত্রে ১৬০০ টাকা; সেখানে ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে সাড়ে ৯ হাজার থেকে সাড়ে ১১ হাজার টাকা পর্যন্ত ফিস-টা একেবারেই সামঞ্জস্যহীন! তাই আমরা পৌরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবিত তালিকাও পৌরপ্রধান সৌমেন খানের হাতে তুলে দিয়েছি। উনি আশ্বস্ত করেছেন এই বিষয়ে।”