দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ জুলাই: সোনা সঙ্গেই এবার পাল্লা দিয়ে বাড়ছে আলু-পেঁয়াজ-উচ্ছে-বেগুন-ঝিঙে-পটলের দাম। সবজির আগুন-দামে ছ্যাঁকা খাচ্ছেন দরিদ্র, মধ্যবিত্তরা। ১০০ টাকা প্রতি কিলোর নিচে বাজারে কোনও সবজি নেই! এদিকে, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে! শুধু গৃহকর্তার পকেটেই নয়, গৃহস্থের হেঁশেলেও পড়ছে টান। সবজির এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামলো খড়্গপুরের ‘আমরা বামপন্থী’ সংগঠন। গলায় বিভিন্ন সবজির মালা পরে খড়গপুর শহরের খরিদার রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভে সামিল হলেন আমরা বামপন্থীর সদস্যরা।
আন্দোলনকারীরা বলেন, “জিনিসপত্রের যা দাম! মূল্যবান ধাতুর মতোই গলায় আমরা তাই আলু, পটল, বেগুন, ভেন্ডির মালা পরেছি।” সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক অনিল দাসের কটাক্ষ, “বৃষ্টির অভাবে চাষীদের ফসল শুকিয়ে গিয়েছে মাঠে। সরকার গ্রামে গ্রামে মিনি-টিউবওয়েলের ব্যবস্থা করতে পারেনি। তার উপরে সবজির গাড়ি আটকে তোলাবাজি করছে পুলিশ। ধূলাগড় থেকে সবজির গাড়ি এলে রাস্তায় গাড়ি আটকে ২-৩ হাজার টাকা নেয় পুলিশ। মা মাটি মানুষের সরকার পুরোপুরি ব্যর্থ। মুখ্যমন্ত্রীর তৈরি টাস্ক ফোর্স এখন গভীর নিদ্রায়!” তিনি এও বলেন, “আলু, পেঁয়াজের মতো জরুরি পণ্য ফোড়েরা স্টোরে জমিয়ে বাজারে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে চলছে। অথচ, রাজ্যের তৃনমূল সরকার সব দেখেও চুপ। অবিলম্বে এই কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাজারে সবজির দাম স্থিতিশীল করতে হবে।”