দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ মে: বিজেপি-র সভাস্থলের আশেপাশে ‘ব্যানার’ লাগালো তৃণমূল! আর, তা নিয়েই ‘রেল শহর’ খড়্গপুরে শুক্রবার ভরদুপুরে তুমুল উত্তেজনা! প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে ‘রেল শহর’ খড়্গপুরে আর কিছুক্ষণ পরেই সভা করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তার ঠিক কয়েক ঘন্টা আগে, শুক্রবার বেলা বারোটা-সাড়ে বারোটা নাগাদ ২০নং ওয়ার্ডের (খড়্গপুর পৌরসভার) ধ্যান সিং ময়দানে, তাঁর সভাস্থলে তুমুল উত্তেজনা! কার্যত সভামঞ্চের সামনেই মুখোমুখি বচসায় জড়িয়ে পড়েন বিজেপি আর তৃণমূল সমর্থকরা।
বিজেপি-র অভিযোগ, পুলিশের অনুমতি নিয়ে তাঁদের সভা। সেই সভাস্থলের আশেপাশে তৃণমূলকে ব্যানার লাগানোর ‘অনুমতি’ কে দিয়েছেন? জেলা বিজেপি-র সহ-সভাপতি রমাপ্রসাদ গিরির বক্তব্য, “এতো চরম অসভ্যতামি! নোংরামো ছাড়া কিছুই নয়।” তৃণমূলের স্থানীয় কাউন্সিলর (২০নং ওয়ার্ডের) পি. প্রভাবতীর দাবি, “ওই সমস্ত ব্যানারে কি লেখা আছে পড়েছেন? ওগুলো জনগণের দাবি। আমরা জনপ্রতিনিধি হিসেবে রেলমন্ত্রীর সামনে তুলে ধরেছি। ওখানে লেখা আছে, বেহাল রেল কোয়ার্টারের সংস্কার অবিলম্বে করতে হবে। পথবাতি ও পানীয় জলের সমস্যা নির্মূল করতে হবে। রেল বস্তিবাসীদের পাট্টা প্রদান করতে হবে প্রভৃতি।” তৃণমূলের দাবি, এই সমস্ত ব্যানার লাগানোর জন্য কারুর অনুমতি লাগেনা! বিজেপি-র জেলা নেতা রমাপ্রসাদের কটাক্ষ, “জনগণের কি দাবি আমরা তা ভালো করে জানি। খড়্গপুরবাসী আমাদের সঙ্গেই আছেন। তাঁদের দাবি, আমরা রেল মন্ত্রীর কাছে নিশ্চয়ই তুলে ধরব! কিন্তু, সেজন্য আমাদের সভার মাত্র কয়েক ঘন্টা আগে তৃণমূলকে এরকম গায়ে পড়ে ঝগড়া করতে হবে কেন? এক তো সারা বছর ওদের সরকার, পৌরসভা, কাউন্সিলর কোনও কাজ করেনা; এখন আবার আশান্তি পাকাতে এসেছে!” অপরদিকে, তৃণমূল কাউন্সিলরের দাবি, “রেল এলাকায় আমাদের কাজ করতে দেওয়া হয়না!”