দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ মে: “আমার বাবার চাকরিটা ফিরিয়ে দাও। আমার বাবা যোগ্য শিক্ষক।” শুক্রবার (৩ মে) প্রচণ্ড দাবদাহের মধ্যেই কলকাতার (সল্টলেকের) রাজপথে আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীদের ভিড়ে ‘এই’ প্ল্যাকার্ড হাতে বাবার পাশে বসে আছে ছোট্ট মেয়েটি। থমকে যেতে হয় যেন কয়েক মুহূর্ত! ২২ এপ্রিলের পর (বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রায় ২৫ হাজার চাকরি বাতিলের নির্দেশের পর) এক লহমায় যেন বদলে গেছে চারপাশের পরিস্থিতি! স্কুল আর বাড়ির ‘নিশ্চিন্ত’ জীবন ছেড়ে, চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রাজপথে বসে আছেন রাজ্যের হাজার-হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকা। অনেকের সঙ্গেই এসেছেন পরিবারের সদস্যরাও। অনেক শিক্ষক-শিক্ষিকারাই নিরূপায় হয়ে সঙ্গে এনেছেন সন্তান-সন্ততিদেরও!

thebengalpost.net
সল্টলেকের রাজপথে:

প্রায় ১৮-১৯ হাজার (বা, ১৫-১৬ হাজার) যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের কোনও কোনও প্রতিনিধিদের আবার দৌড়তে হচ্ছে দিল্লিতেও, সুপ্রিম কোর্ট থেকে ‘জয়’ ছিনিয়ে আনার লড়াইয়ে সামিল হওয়ার জন্য! অন্যদিকে, শুক্রবার (৩ মে) সকাল থেকে হাজার-হাজার যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের একটা ঢেউ যেন আছড়ে পড়েছিল সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের কমিশনের সদর দফতরের (আচার্য সদনের) সামনে। দাবি একটাই, “অবিলম্বে যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করুন!” কিংবা “যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।” এর মধ্যেই আবার বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে (বর্ধমানে) স্বয়ং প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্য বিজেপির তরফে যোগ্য তথা স্বচ্ছ তালিকাভুক্ত শিক্ষক-শিক্ষিকাদের পাশে থাকা হবে। এজন্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। লিগ্যাল সেলের তরফে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আশ্বাসও দিয়েছেন। আগামী সোমবার (৬ মে) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির আগে এই ‘ইঙ্গিত’ যে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষাকর্মীদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য!

এদিকে, প্রধানমন্ত্রীর এই আশ্বাস আর যোগ্য শিক্ষকদের ‘আচার্য সদন’ (SSC-র সদর দপ্তর) ঘেরাও অভিযানের পর ১৮০ ডিগ্রি পাল্টি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। শুক্রবার তিনি জানিয়েছেন, “যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব।” তিনি এও জানিয়েছেন, “বিতর্কিত শিক্ষক-শিক্ষাকর্মীদের তালিকা সুপ্রিম কোর্টেও জমা দেওয়া হবে।” সর্বোপরি, প্রায় ১৮-১৯ হাজার (বা, ১৫-১৬ হাজার) যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন চেয়ারম্যান। যদিও, এখনও SSC-র উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না, অভিযোগ-হীন বা যোগ্য শিক্ষকদের একটা বড় অংশ। তাঁরা আপাতত তাকিয়ে সোমবারের সুপ্রিম কোর্টের দিকেই!

thebengalpost.net
SSC-র সদর দপ্তরের সামনে :