thebengalpost.net
IIT Kharagpur:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ এপ্রিল: গত ১০ এপ্রিল (২০২৪) লন্ডনের কুয়াকুয়ারেলি সাইমন্ডস (Quacquarelli Symonds/ QS) সংস্থার তরফে বিষয় ভিত্তিক বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা (QS World University Ranking-2024) প্রকাশ করা হয়েছে। সার্বিকভাবে বিষয় ভিত্তিক এই তালিকায় এবার ভারতের স্থান ‘উন্নত’ হয়েছে। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির থেকে এবার মোট ৪৫৪-টি এন্ট্রি নথিভুক্ত হয়েছে। গত বার (২০২৩) এই সংখ্যাটা ছিল ৩৫৫। ভারতের মোট এন্ট্রি’র ৪০ শতাংশই এসেছে দেশের ১২-টি আইওই (ইনস্টিটিউট অব এমিনেন্স) থেকে। তালিকায় সবচেয়ে বেশি এন্ট্রি পেয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University), ৩০ বার। আইআইটি বম্বে (IIT Bombay) ২৮ বার। আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ২৭ বার এবং আইআইটি মাদ্রাজ (IIT Madras) ২২ বার। এই তালিকা প্রস্তুত করেছে উচ্চশিক্ষা বিষয়ক ব্রিটিশ সংস্থা কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস/QS)। সংস্থার সিইও জেসিকা টার্নার ভারতের এন্ট্রির সংখ্যা ৩৫৫ থেকে বেড়ে ৪৫৪ হওয়াকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে অভিনন্দন জানানো হয়েছে।

thebengalpost.net
আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এই তালিকা অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি (Engineering and Technology) বিভাগে দেশের সেরা ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় এবারও ভারতের ৫টি IIT (Indian Institute of Technology) জায়গা করে নিয়েছে। এগুলি হল যথাক্রমে- আইআইটি বোম্বে (বিশ্ব র‍্যাঙ্কিং ৪৫), আইআইটি দিল্লি (বিশ্ব র‍্যাঙ্কিং ৪৫), আইআইটি মাদ্রাজ (বিশ্ব র‍্যাঙ্কিং ৭৭), আইআইটি খড়্গপুর (বিশ্ব র‍্যাঙ্কিং ৮৫) এবং আইআইটি কানপুর (বিশ্ব র‍্যাঙ্কিং ৯৩)। এছাড়াও, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISC, বেঙ্গালুরু (বিশ্ব র‍্যাঙ্কিং ১১৯); আইআইটি রুরকি (বিশ্ব র‍্যাঙ্কিং ১৭৯) এবং আইআইটি গুয়াহাটি (বিশ্ব র‍্যাঙ্কিং ২১০)-ও ভালো র‌্যাঙ্ক ধরে রেখেছে। উল্লেখ্য যে, সামগ্রিক ভাবে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিভাগে পশ্চিমবঙ্গের আইআইটি খড়্গপুর এবারও দেশে নিজের স্থান (চতুর্থ) ধরে রাখতে পারলেও, আন্তর্জাতিক ক্ষেত্রে সামান্য পিছিয়েছে। ১০০-তে ৭৫.৫ স্কোর করে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এবার সারা বিশ্বে ৮৫-তম স্থান দখল করেছে। গতবার (২০২৩) আইআইটি খড়্গপুরের স্থান ছিল ৮২। অবশ্য তার আগেরবার (২০২২) ভারতের প্রাচীনতম এই প্রযুক্তিবিদ্যার পীঠস্থান ১০১-তম স্থান অধিকার করেছিল। ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি (Engineering and Technology) বিভাগে এবার যৌথভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে আইআইটি বোম্বে ও আইআইটি দিল্লি। ৭৯.১ স্কোর করে দুই প্রতিষ্ঠানই যৌথভাবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৪৫-তম স্থান দখল করেছে। উল্লেখ্য, বিশ্বের প্রথম ৩টি ইঞ্জিনিয়ারিং (Engineering and Technology) শিক্ষা প্রতিষ্ঠান হল যথাক্রমে- MIT (Massachusetts Institute of Technology, USA); স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University) এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি (University of Oxford)।

অন্যদিকে, ২০২৩ সালে আইআইটি খড়্গপুর অ্যাগ্রিকালচার ও ফরেস্ট্রি (Agriculture and Forestry) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) বিভাগে ‘দেশের সেরা’ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছিল। এবার (২০২৪) সেখানে অ্যাগ্রিকালচার ও ফরেস্ট্রি (Agriculture and Forestry) বিভাগেই সেরা স্থান দখলে রাখতে পেরেছে আইআইটি খড়্গপুর। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ স্থান দখল করেছে খড়্গপুর আইআইটি। তবে, মিনারেল অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে গতবার আইআইটি খড়্গপুর সারা দেশে তৃতীয় স্থান দখল করলেও, এবার (২০২৪) দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্তর্জাতিক বা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রভূত উন্নতি করেছে আইআইটি খড়্গপুর। ‘১০৬’ (২০২৩) থেকে উঠে এসেছে ‘৮১’ (২০২৪)-তে। সামগ্রিকভাবে, আইআইটি খড়্গপুর এবারও বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের স্থান দখলে রাখতে পারায় খুশি আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষ। তবে, দেশ ও বিশ্বের স্বার্থে আরো উন্নততর গবেষণায় নিজেদের নিয়োজিত রাখাই যে প্রতিষ্ঠানের লক্ষ্য, তাও জানিয়ে দিয়েছেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা সহ আধিকারিকরা। (Written and Edited by Maniraj Ghosh)

thebengalpost.net
QS Ranking-2024