দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: খড়্গপুর-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনে স্ত্রী-কে বসিয়ে দিয়ে, চলন্ত ট্রেন থেকে নামার সময়ই ঘটে গেল দুর্ঘটনা! ভারসাম্য হারিয়ে পড়ে যান রেললাইনে বা ট্র্যাকে। শনিবার সকাল ৬টা ৪০ নাগাদ চলন্ত ওই খড়্গপুর-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনেই কাটা পড়ে মৃত্যু হল খড়্গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়ের ভাই রথীন্দ্রনাথ রায় (৬৭)-র। শনিবার সাতসকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খড়্গপুর ডিভিশনের মেদিনীপুর স্টেশনের (Midnapore Station) ২নং প্ল্যাটফর্মে। ঘটনা ঘিরে শহরে তথা রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া!
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আসানসোলগামী ট্রেনে স্ত্রী স্নিগ্ধা রায়কে তুলতে গিয়েছিলেন মেদিনীপুর শহরের আবাসের বাসিন্দা, পেশায় ব্যবসায়ী রথীন্দ্রনাথ। স্ত্রী-কে ট্রেনে তুলে নামার সময় পা স্লিপ করে বা ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে যান তিনি। আর সেই সময় ট্রেন ছেড়ে দিলে দুর্ঘটনাটি ঘটে! চিৎকার শুনে তাঁর স্ত্রী স্নিগ্ধা চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে যাত্রীরা আটকে দেন। পরে ট্রেন থামলে নিচে নামেন স্ত্রী। খবর পেয়ে মেদিনীপুর স্টেশনে যান খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বিধায়ক দীনেন রায় বলেন, “খুবই মর্মান্তিক ঘটনা! ভাই তার স্ত্রীকে ট্রেনে তুলতে গিয়েছিল।” সুজয় হাজরা বলেন, “আমরা শোকাহত! জানিনা রেল আর একটু সচেতন হলে দুর্ঘটনা এড়ানো যেত কিনা!” মেদিনীপুর স্টেশনের RPF-র ওসি বি.কে যাদব বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে রথীন্দ্রনাথ রায় নামে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্ত্রী-কে ট্রেনে ছাড়তে এসেছিলেন তিনি। ট্রেন থেকে নামার সময়ই দুর্ঘটনাটি ঘটে!