দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: ঘাটাল লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন দেব ওরফে দীপক অধিকারীই। শনিবার (১০ ফেব্রুয়ারি) অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পরই তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। বৈঠক থেকে বেরিয়ে দেব মন্তব্য করেছিলেন, “আমি চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না!” আর, আজ, রবিবার (১১ ফেব্রুয়ারি) ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দোলই-কে ‘অপসারিত’ করে দলের তরফেও সেই সুস্পষ্ট বার্তাই দেওয়া হল। রবিবার বিকলে তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের নতুন চেয়ারম্যান হচ্ছেন ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি। ‘দলের সম্পদ’ দেবের (ওরফে দীপক অধিকারীর) বিরুদ্ধে ভাইরাল অডিও-র কারণেই শঙ্করের উপর এই কোপ বলে মনে করছে রাজনৈতিক মহল!

thebengalpost.net
শঙ্কর দোলই (ফাইল ছবি):

উল্লেখ্য, ভাইরাল অডিও-তে দেবের বিরুদ্ধে সাংসদ কোটার ৩০ শতাংশ কাটমানি খাওয়ার অভিযোগ যিনি করেছিলেন, তিনি ঘাটালের প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য তথা ‘সদ্য প্রাক্তন’ সাংগঠনিক চেয়ারম্যান শঙ্কর দোলই বলে অভিযোগ করেছিলেন সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্না। রবিবার বিকেলে সেই রামপদ মান্নাই স্পষ্ট জানিয়ে দিলেন, ঘাটাল লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন দেব ওরফে দীপক অধিকারীই। তিনি ব্যক্তিগত সূত্রে এমনটাই জানতে পেরেছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে, পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি এদিন খড়্গপুরে একটি মিছিল শেষে বলেন, “দেব তার সিদ্ধান্ত দিদিকে, অভিষেককে জানিয়ে দিয়েছে। দিদি যদি সিদ্ধান্ত নেন, দেব ঘাটালে দাঁড়াবে, দেব ঘাটালেই দাঁড়াবে। যারা দেবকে পেছন থেকে টানার চেষ্টা করছিলেন, তাদের আজকে আর দেখা যাচ্ছেনা! আজকের মিছিল দেখে অন্তত তাই মনে হচ্ছে। শোনা যাচ্ছিল, ঘাটালে নাকি বিজেপির হয়ে হিরণবাবু দাঁড়াবে। হিরণ বাবুর কিরণ আর খুঁজে পাওয়া যাবেনা, দেব যদি ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করে। বিজেপির হৃদস্পন্দন এখন থেকেই শুরু হয়ে গেছে। দেব কাল থেকেই মাঠে নামবে!”

thebengalpost.net
রাধাকান্ত মাইতি (ফাইল চিত্র):