দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাতসকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর জাড়া এলাকায়! মৃত্যু হল এক বাইক চালকের। একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। বছর ৩০’র ওই যুবকের নাম অভিজিৎ মাহাত। বাড়ি শালবনী ব্লকের ভাতমোড় সংলগ্ন চাঁইপুর এলাকায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে তাঁর দেহ উদ্ধার করে শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের তরফে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেছেন!
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিজিৎ মাহাত (আভি) নামে ওই যুবক পেশায় ছিলেন রাঁধুনি। মঙ্গলবার সকালে সেই কাজেই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। নিজের বাইকে করে ভাতমোড় থেকে ভাদুতলার দিকে যাচ্ছিলেন। সকাল ৮-টা নাগাদ ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর জাড়া এলাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা! পিড়াকাটাগামী একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। রাজ্য সড়কের উপরই ছিটকে পড়েন অভিজিৎ! পিকআপ ভ্যানটিও কয়েক পাল্টি খেয়ে পাশের জমিতে পড়ে যায়। চালক পলাতক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন। ঘাতক পিকাপ ভ্যানটিও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার করা হয়েছে অভিজিৎ-র বাইকটিও। ঘটনা ঘিরে মঙ্গলবার সাতসকালেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়! এদিকে, তরতাজা এই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন ও এলাকাবাসীদের মধ্যে।