দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: মাসখানেক ধরেই অবৈধভাবে মাটি খনন করে তা পাচার করা হচ্ছিল! বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। ক্ষোভে ফুঁসছিলেন বাসিন্দারা। শেষমেশ তাই নিজেরাই আটকে দিলেন চার-চারটি মাটি বোঝাই ডাম্পার! করেন পথ অবরোধও। এরপরই টনক নড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের! ঘটনাস্থলে পৌঁছন স্বয়ং বিএলআরও (BLRO)। অভৈধভাবে মাটি খনন করে পাচার করার অভিযোগে চারটি ডাম্পারই আটক করে নিয়ে যান। বুধবারের এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার সাঁকোয়া অঞ্চলের হরিপুর গ্রামের। ঘটনা ঘিরে বিকেল নাগাদ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়।

thebengalpost.net
ঘটনাস্থলে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক:

এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের তরফে সুমন ঘড়াই বলেন, “গত দু-তিন মাস ধরে অবৈধভাবে এই মাটি কাটার কাজ চলছে। বারংবার প্রশাসনকে জানানো সত্বেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এরপর আমরা বাধ্য হয়ে ডাম্পারগুলি আটক করি এবং জেলাশাসক, বিডিও, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশে অভিযোগ জানাই। আমাদের দাবি ভূমি দপ্তরের আধিকারিক পৌঁছে অবিলম্বে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করুক। তাই, আমরা পথ অবরোধ শুরু করি।” বুধবার দুপুরে পথ-অবরোধের কিছুক্ষণ পরই অবশ্য ব্লক ভূমি ও ভূমি সংস্কারক আধিকারিক (BLRO) এবং খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ গ্রামে পৌঁছে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করেন। এরপরই অবরোধ তুলে নেওয়া হয়। খড়গপুর ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ মন্ডল বলেন, “আমার দপ্তর থেকে মাটি কাটার কোন অনুমতি দেওয়া হয়নি। ৪-টি ডাম্পার আমরা নিয়ে যাচ্ছি। অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আমরা মাইন অ্যান্ড মিনারেলস অ্যক্টে জরিমানা সহ যা ব্যবস্থা গ্রহণ করার, তা করব।”