দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩ ডিসেম্বর: রবিবাসরীয় সকালের শুরু থেকে ‘হাড্ডাহাড্ডি-লড়াই’ শেষে ‘সেমি-ফাইনালে’ ৩-১ ব্যবধানে জয়ের পথে (দুপুর ১-টার আপডেট অনুযায়ী) নরেন্দ্র মোদির বিজেপি! প্রসঙ্গত, লোকসভার আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকেই ‘রাজনৈতিক-সেমিফাইনাল’ ধরা হয়েছিল। আর, সেই সেমি-ফাইনালে আপাতত ৩-১ ব্যবধানে জয়ী হয়ে রাহুল গান্ধীর কংগ্রেস তথা ‘ইন্ডিয়া’ জোটকে জোর ধাক্কা দিতে চলেছে নরেন্দ্র মোদির বিজেপি তথা ‘এনডিএ’ জোট! মধ্যপ্রদেশ আর রাজস্থানে বিপুল ব্যবধানে জয়ী হয়ে বিজেপি-র ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। ছত্তিশগড়েও ভুপেশ বাঘেলের কংগ্রেসকে পর্যদুস্থ করে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। শুধুমাত্র তেলেঙ্গানা-ই এবার ‘হাত’ এর মুঠোয় আসতে চলেছে। কেসিআর বা কে. চন্দ্রশেখর রাওয়ের বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি)-কে বিপুল ব্যবধানে পরাজিত করে এই প্রথম সেখানে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস।

thebengalpost.net
মধ্যপ্রদেশে শিবরাজের জয়-ধ্বনি:

উল্লেখ্য, ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের আমলে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হওয়ার পর থেকে দু’দফায় এখানে ক্ষমতায় ছিলেন অ-বিজেপি, অ-কংগ্রেসী মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও। এবার তেলেঙ্গানার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন! এই জয় যে দলের অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি-র উপর মানুষের আস্থা ও বিশ্বাসের ‘জয়’ তা মানছেন কংগ্রেস-নেতৃত্ব। অন্যদিকে, ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে ২০১৮-র বিধানসভা নির্বাচনে ১১৪-টি আসনে জয়ী হয়ে (বিজেপি পেয়েছিল ১০৯টি আসন) কিছু ছোট দলকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। পরবর্তী সময়ে সেখানকার ২২ জন বিধায়ককে ভাঙিয়ে ক্ষমতা দখলের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে! এবার, সমালোচকদের সমস্ত অভিযোগ-ই কার্যত উড়ে গেল ‘মোদি-ঝড়ে’! ২৩০টি আসনের মধ্যে ১৫০ এর বেশি আসনে জয়ী হতে চলেছে বিজেপি। পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার পথে শিবরাজ সিং চৌহান।

thebengalpost.net
পর্যদুস্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রী (ছত্তিশগড়) ভুপেশ বাঘেল:

অন্যদিকে, রাজস্থানে ৫ বছর ছাড়া পালাবদল হয়। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মতোই কিছু জনমুখী প্রকল্পের উপর ভিত্তি করে পুনরায় সেখানে ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী ছিল অশোক গেহলটের কংগ্রেস। তবে, সেখানেও এবার গেরুয়া ঝড়! ১৯৯-টি আসনের মধ্যে ১১০ এর বেশি আসন দখল করে ৫ বছর পর সেখানে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অপরদিকে, মিজোরামে ক্ষমতায় আছে বিজেপি বা NDA জোটের শরিক দল রাজ্যে মিজো ন্যাশনাল ফ্রন্ট। আগামীকাল অর্থাৎ সোমবার সেই রাজ্যের ভোট-গণনা হবে। এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী এবারও সেখানে ক্ষমতায় আসতে পারে জোরামথাঙ্গা (মুখ্যমন্ত্রী)-র মিজো ন্যাশনাল ফ্রন্ট। তবে, সেখানে এবার তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে, নাকি বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েই ক্ষমতায় আসতে হয়; তা দেখার জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। আপাতত লোকসভার সেমি-ফাইনালে রাহুল গান্ধীর কংগ্রেসকে নরেন্দ্র মোদির বিজেপি ৩-১ গোলে পরাজিত করে গেরুয়া ঝড় অব্যাহত রাখল ‘উত্তর’ ভারতে।

thebengalpost.net
তেলেঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস:

সন্ধ্যার আপডেট:: রাজস্থান: বিজেপি 115 (199); মধ্যপ্রদেশ: বিজেপি 164 (230); ছত্তিশগড়:: বিজেপি 54 (90); তেলেঙ্গানা: কংগ্রেস 64 (119)।