দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: WFF (World Fitness Federation, India)-র জাতীয় দেহসৌষ্ঠব প্রতিযোগিতার জন্য রাজ্যস্তরীয় বাছাই পর্বের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক শহর মেদিনীপুরে। WFF-র রাজ্য শাখার উদ্যোগে এবং জেলা শহর মেদিনীপুরের তরুণ সংঘ ব্যায়ামাগারের পরিচালনায় এই ৪২-তম রাজ্য দেহসৌষ্ঠব প্রতিযোগিতার (42nd Senior State Body Building Championship- Men & Women) উদ্বোধন হল শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায়। দু’দিনের এই প্রতিযোগিতায় (২৫-২৬ নভেম্বর) পুরুষ ও মহিলা বিভাগে রাজ্যের ১৮-টি জেলা থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

thebengalpost.net
দেহ সৌষ্ঠব প্রদর্শনী :

thebengalpost.net
মহিলাদের দেহ সৌষ্ঠব প্রদর্শনী :

উল্লেখ্য যে, ৪২-তম এই রাজ্য বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল সিলেকশনের পোশাকি নাম- ‘WFF Mr & Ms West Bengal 2023’। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা সিএবি প্রতিনিধি সুজয় হাজরা। উপস্থিত ছিলেন, খড়গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ, ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের রাজ্য সভাপতি রঞ্জয় মুখার্জি, পাবলিক প্রসিকিউটর রাজকুমার দাস, সমাজকর্মী কুনাল ব্যানার্জি, উদয় রঞ্জন পাল, তপন ভকত প্রমুখ। এদিন, নবাব শেখ, আরিফ আহমেদের মতো বিখ্যাত বডি-বিল্ডার’রা তাঁদের দেহ সৌষ্ঠব প্রদর্শনীর মধ্য দিয়ে উপস্থিত দর্শক ও অতিথিদের প্রশংসা কুড়িয়ে নেন। সুদেহী মহিলাদের প্রদর্শনীও মুগ্ধ করে দর্শকদের।

thebengalpost.net
দেহ সৌষ্ঠব প্রদর্শনী: