মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৮ নভেম্বর: অত্যাধুনিক এক ভ্রাম্যমাণ বাস। পোশাকি নাম দেওয়া হয়েছে- “ওয়ার্ল্ড অন হুইলস” (World on Wheels)। বাংলা করলে দাঁড়ায় ‘চাকার উপর দুনিয়া’ (পড়ুন, বাসের মধ্যে বিশ্ব বা দুনিয়া)। কি নেই তাতে! সোলার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক, ১৫টি কম্পিউটার, ইন্টারনেট (কিংবা, ওয়াইফাই ব্যবস্থা), সুবিশাল টিভি বা ডিজিটাল স্ক্রিন- শীতাতপ নিয়ন্ত্রিত (Air-conditioned) এই ভ্রাম্যমাণ বাস সত্যিই যেন এক ‘ছোট্ট দুনিয়া’। একজন কম্পিউটার শিক্ষকের মাধ্যমে গত ২ বছর ধরে এই বাসে এলাকার শত শত পড়ুয়াকে বিভিন্ন ধরনের কম্পিউটার কোর্স করানো হচ্ছে ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেডের (DCBL) উদ্যোগে। বুধবার ছোট্ট এক বিজয়া সম্মিলনী ও সাংবাদিক বৈঠকের মাধ্যমে এলাকার জীবন ও জীবিকার মানোন্নয়নে নিজেদের ধারাবাহিক কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই বাসও স্বচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ করে দিয়েছিলেন ডালমিয়া কর্তৃপক্ষ।

thebengalpost.net
বাসের মধ্যেই কম্পিউটার প্রশিক্ষণ:

বুধবার দুপুরেও গোদাপিয়াশাল সংলগ্ন একটি ছোট্ট গ্রামের ১৫ জন কিশোর-কিশোরী বাসের মধ্যে প্রশিক্ষণ নিচ্ছিলেন ডালমিয়া কর্তৃপক্ষ নিযুক্ত এক কম্পিউটার শিক্ষকের মাধ্যমে। কর্তৃপক্ষ জানান, “২০১৯ সালের শেষদিকে এই কার অন হুইলসের উদ্বোধন হয়েছিল। কিন্তু, তার তিন-চার মাস পরেই কোভিড এসে যাওয়ায়, ২০২১-র নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ পর্ব বন্ধ ছিল। ফের গত দু’বছর ধরে তা শুরু হয়েছে। ইতিমধ্যে, বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন এলাকার অন্তত ৮০০ জন পড়ুয়া।” প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রত্যন্ত গোদাপিয়াশাল, কাশিজোড়া, বেঁউচা সহ প্রায় ৩৯টি গ্রামের পড়ুয়াদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ডালমিয়া কর্তৃপক্ষের এই অনন্য উদ্যোগ ছাড়াও; গত ৭ বছর ধরেই শালবনী ব্লকের ৯ নং কাশিজোড়া এবং ১০ নং কর্ণগড় অঞ্চলের ৩৯টি গ্রামের প্রায় ৩০ হাজার বাসিন্দা-র সার্বিক জীবন ও জীবিকার মানোন্নয়নে তাঁরা নিয়োজিত আছেন বলে জানিয়েছেন ডালমিয়া-র শালবনী ক্যাম্পাসের ইউনিট হেড পঙ্কজ গুপ্তা।

thebengalpost.net
কার অন হুইলস :

উল্লেক্ষ্য যে, জীবন ও জীবিকার মানোন্নয়ন ছাড়াও মহিলাদের স্ব-নির্ভর করার জন্যও দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন তাঁরা। প্রসঙ্গত, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়য়ের হাত ধরে শালবনীর গোদাপিয়াশালে ডালমিয়া সিমেন্ট কারখানার উদ্বোধন হয়। সিমেন্ট কারখানায় এলাকার প্রায় ৬০০ শ্রমিকের কর্মসংস্থান ছাড়াও, কারখানা-পার্শ্ববর্তী গ্রামের মানুষের জীবন-জীবিকা ও শিক্ষার মানোন্নয়নের পাশপাশি মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডালমিয়া কর্তৃপক্ষ। এলাকার বিভিন্ন গ্রামে শোলার পাম্প বসিয়ে একদিকে যেমন জলের সমস্যা মিটিয়েছেন তাঁরা; তেমনই মাদুর তৈরি, মোমবাতি তৈরি, মাশরুম চাষ থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্পের প্রশিক্ষণ দিয়ে মহিলাদের স্বনির্ভর করার কাজও করছেন ডালমিয়া কর্তৃপক্ষ। কোম্পানির একটি নিজস্ব ভ্রাম্যমান বাস (কার অন হুইলস)-ও রয়েছে। তাতে রয়েছে একাধিক (১৫টি) কম্পিউটার। সেই বাসটি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কচিকাঁচাদের বেসিক কম্পিউটার শিক্ষা প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের কোর্সও করাচ্ছে! কোম্পানির ইউিনট হেড পঙ্কজ গুপ্তা বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা এই কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়বে।” বুধবারের সাংবাদিক বৈঠক তথা বিজয়া সম্মিলনী-তে ইউনিট হেড ছাড়াও উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর সোয়ার, কপিলমুনি পান্ডে, সুবীর মোহান্তি প্রমুখ আধিকারিকরা।

thebengalpost.net
মাদুর তৈরী:

thebengalpost.net
মাদুর তৈরীর মাধ্যমে স্ব-নির্ভরতা :