দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মীপুজোর ভোরেই পশ্চিম মেদিনীপুরে নেমে এলো শোকের প্রগাঢ় অন্ধকার! পিকাপ ভ্যানে (407 লরি) ফুল তোলার (বোঝাই করার) সময় পেছন থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক পিষে দিল পশ্চিম মেদিনীপুরের ৫ জন ফুল চাষিকে। মৃত্যু হল ওই পিকাপ ভ্যানের চালকেরও। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জন ফুল চাষি-কে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁদের মধ্যে ১ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলেও জানা গেছে। শনিবার ভোররাতে (ভোর ৩টা নাগাদ) ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার বুড়ামালা বাজারে (ডেবরা টোলপ্লাজা সংলগ্ন) ১৬ নং জাতীয় সড়কের উপর।
পুলিশ ও হাসপাতাল সূত্রে মৃত ও আহতদের নাম ও পরিচয় জানা গেছে শনিবার সকালে। মৃত ৫ ফুলচাষি হলেন, যথাক্রমে- কুশদ্ধজ কর (৪৫), মুকসুদপুর; কালিপদ দাস (৩৬), কেঁউসী; নান্টু দাস (৩৮), কেঁউসী; মানস বাগ (৩৭), মুকসুদপুর এবং টোটন পাত্র (৩০), মুকসুদপুর। এছাড়াও মৃত্যু হয়েছে ফুল বোঝাই পিকাপ ভ্যানের চালকেরও। অপরদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতরা হলেন যথাক্রমে- সুরেন সী (৫৫), স্বপন সামন্ত (৪৫), উত্তম বাগ (৩৮) এবং রবিন সামন্ত (৪২)। তাঁরাও খড়্গপুর গ্রামীণের মুকসুদপুর ও কেঁউসী এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। ঘাতক ট্রাকটিকে ইতিমধ্যে আটকও করেছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। ঘটনা ঘিরে জেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া!
জানা যায়, অন্যান্য দিনের মতো শনিবার (২৮ অক্টোবর) ভোররাতেও বুড়ামালা বাজারে জাতীয় সড়কের উপর কোলাঘাট মুখী পিকআপ ভ্যানে ফুল বোঝাই করছিলেন এলাকার ফুল চাষিরা। হঠাৎই রাত্রি ২টা ৫০ নাগাদ পেছন থেকে কোলাঘাট গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুত গতিতে এসে একই অভিমুখে থাকা ওই পিকআপ ভ্যানে ধাক্কা মেরে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় প্রায় ১৫ জন ফুল চাষির মধ্যে ৫ জন ফুল চাষির ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত্যু হয় পিকআপ ভ্যানের চালকেরও। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চারজন ফুল চাষিকে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের তৎপরতায় ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ। প্রাথমিক অনুমান, ঘন অন্ধকার এবং কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, স্থানীয়দের দাবি ওই এলাকায় অবিলম্বে পুলিশের ব্যারিকেড করা প্রয়োজন। বুড়ামালা বাজার সংলগ্ন এলাকায় একটি ব্রিজেরও দাবি জানিয়েছেন তাঁরা।