মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি (Stanford University)-র বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এবারও ‘উজ্জ্বল’ জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) গণিত বিভাগ। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩ জন অধ্যাপক সহ মোট ৬ জন গবেষক তথা বিজ্ঞানী আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী-বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান (HOD) অধ্যাপক শঙ্কর কুমার রায়, অধ্যাপক মধুমঙ্গল পাল এবং ড. গণেশ গড়াই ছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের (Tamralipta Mahavidyalay) সহকারী অধ্যাপক ড. শোভন সামন্ত, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. চিরঞ্জীব জানা, গবেষক ড. তপন সেনাপতি এই তালিকায় স্থান পেয়েছেন।
তাঁদের মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের IQAC-র ডাইরেক্টর অধ্যাপক মধুমঙ্গল পাল এই নিয়ে টানা চার বার (২০২০ থেকে ২০২৩) এই তালিকায় জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, এই নিয়ে দ্বিতীয় বার তিনি সার্বিকভাবে শ্রেষ্ঠ গবেষক বা বিজ্ঞানী (Career Report)-দের তালিকাতেও জায়গা পেয়েছেন। এক্ষেত্রে, সম্পূর্ণ কর্মজীবনে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়। অন্যদিকে, অধ্যাপক শঙ্কর কুমার রায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এই নিয়ে টানা তৃতীয় বার জায়গা পেয়েছেন। টানা দ্বিতীয়বার এই তালিকায় জায়গা করে নিয়েছেন ড. শোভন সামন্ত, ড. চিরঞ্জীব জানা এবং ড. তপন সেনাপতি। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তরুণ অধ্যাপক ড. গণেশ গড়াইও এবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র ২ শতাংশ শ্রেষ্ঠ বিজ্ঞানী-র তালিকায় জায়গা পেয়েছেন।
এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ড. জানা, ড. সামন্ত, ড. সেনাপতি এবং ড. গড়াই তাঁদের পিএইডি (Phd) সম্পন্ন করেছেন অধ্যাপক মধুমঙ্গল পালের কাছেই। অত্যন্ত গর্বের বিষয় যে, আন্তর্জাতিক সংস্থা রিসার্চ ডট কম (Research.com)- এর তরফে শুধুমাত্র গণিত (Mathematics) বিষয়ে গবেষণার মানের উপর নির্ভর করে বিশ্বব্যাপী যে সমীক্ষা চালানো হয়, সম্প্রতি প্রকাশিত সেই তালিকাতেও এই নিয়ে টানা দ্বিতীয়বার সারা দেশে ১১-তম (National Ranking- 10 and International Ranking- 1389) স্থানে আছেন অধ্যাপক মধুমঙ্গল পাল। অপরদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক মনোরঞ্জন মাইতি এবারও (২০২৩) এই তালিকায় ১০-ম (National Ranking- 10, International Ranking- 1105) স্থান দখল করেছেন।