দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: রবিবার কাকভোরে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা! একটি পর্যটক বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এদিন। ঘটনায় আহত হলেন প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা চিকিৎসাধীন মকরামপুর গ্রামীণ হাসপাতালে। তবে, দুপুর নাগাদ জানা গেছে, আহতদের অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, এদিন একটি পর্যটক বোঝাই বাস উড়িষ্যার পুরী থেকে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রওনা দিয়েছিল। নারায়ণগড়ের উকুনমারীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। বাসে অন্তত ৬০-৬৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন তাঁদের মধ্যে প্রায় ৪০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে বেশ কয়েকজন মহিলা ও শিশু সহ ২০ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাসযাত্রী সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় বলে জানা গেছে। যাত্রীরা জানান, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) তাঁরা বাড়ি থেকে বেরোন। দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। মাঝপথে বাসের চালক খালাসীকে গাড়ি চালাতে দিলে এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।