দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৪ আগস্ট: সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ ‘খারিজ’ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ। শুভেন্দু-র বিরুদ্ধে রাজ্য সরকারের এফ আই আর (FIR) সংক্রান্ত মামলায় শুক্রবার প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, “আমরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি, নতুন করে মামলাটি শোনার জন্য।” ফলে, গত ২০ জুলাই হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এফআইআর দায়ের নিয়ে যে নির্দেশ দিয়েছিল, তা খারিজ করা হল। হাইকোর্টের প্রধান বিচারপতিকে স্বাধীনতা দেওয়া হল এই মামলার গ্রহণযোগ্যতা বিচার করে উপযুক্ত নির্দেশ দেওয়ার জন্য।

thebengalpost.net
শুভেন্দুর সুপ্রিম-স্বস্তি :

প্রসঙ্গত, সুমন সিংহের দায়ের করা এক জনস্বার্থ মামলায় হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশ দেন। তাতে জানানো হয়, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করতে পারবে পুলিশ। বিচারপতি রাজাশেখর মান্থার ‘রক্ষাকবচ’ একপ্রকার উড়িয়ে দিয়ে, বিচারপতি আই.পি মুখার্জির বেঞ্চ আরও জানান, অভিযোগ গ্রহণযোগ্য হলে পুলিশ এফআইআর দায়ের করতে পারবে। তবে, গ্রেফতার বা কড়া পদক্ষেপ করার আগে আদালতের অনুমতি নিতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরই গত ২৫ জুলাই প্ররোচনা দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয় পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানায়। পঞ্চায়েত ভোটের দিন মোহনপুর থানার রামপুরা এলাকায় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল। এফআইআরে দাবি করা হয়, ওই ঘটনায় নন্দীগ্রামের বিধায়কের প্ররোচনা রয়েছে। তবে, সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পরে মোহনপুর থানার সেই এফ আই আর কার্যত ‘গুরুত্বহীন’ হয়ে পড়ল বলেই আইনজীবী মহলের মত।