দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৪ আগস্ট: জনবহুল এলাকার ব্যস্ততম রাস্তায় নিজেদের মধ্যে ঝগড়া করছিল চার মাতাল। স্বাভাবিকভাবেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ট্রাফিকের দায়িত্বে থাকার কর্তব্যরত এনভিএফ পুলিশকর্মী ওই মদ্যপদের ঝগড়ার কারণ জানতে চান এবং রাস্তা থেকে সরে যেতে বলেন। এই ‘অপরাধেই’ কর্তব্যরত ওই পুলিশকর্মী-কে ভরা রাস্তাতেই বেধড়ক মারধর করে চার মদ্যপ! বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ব্যস্ততম গোলবাজার এলাকার মসলিন চকে। চোখের সামনে অসংখ্য মানুষজন সেই ঘটনা দেখলেও প্রতিবাদ করতে বা ওই মাতালদের বাধা দিতে এগিয়ে আসেননি কেউই! তবে, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে অবশ্য পগারপার হয়ে যায় ওই চার মাতাল! গুরুতর আহত অবস্থায় এনভিএফ কর্মীকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রাথমিক চিকিৎসার পর রামকৃষ্ণ মাহাত নামে বছর ৩৫’র এনভিএফ কর্মীকে ছেড়ে দেওয়া হলেও, ঘটনা ঘিরে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে জেলা জুড়ে। খড়্গপুরবাসী তথা জেলাবাসীর বক্তব্য, একজন কর্তব্যরত পুলিশকর্মী যদি এভাবে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে মদ্যপ কিংবা অসামাজিক কাজকর্মে লিপ্ত যুবকদের হাতে প্রকাশ্য রাস্তায় মার খায়; তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তবে কি অন্যায়ের প্রতিবাদ করা যাবে না? এক্ষেত্রে যদিও শুধু অন্যায়ের প্রতিবাদ নয়, কর্তব্যরতই পুলিশকর্মী নিজের ‘দায়িত্ব’ পালন করছিলেন। তা সত্ত্বেও ভরা রাস্তায় যেভাবে তাঁকে মারধর করা হয়, তা নিয়ে শোরগোল পড়েছে খড়্গপুর শহরে। ইতিমধ্যে চার যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।