দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩০ জুন: দু’দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ধরা দিলেন সায়নী ঘোষ। শুক্রবার একবারে সঠিক সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। বেলা ১১টা ২১ মিনিটে ইডি’র সদর দপ্তরে পৌঁছে যান তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী। এদিকে, প্রশ্নমালা সাজিয়ে প্রস্তুত ইডি আধিকারিকরা। এক মহিলা আধিকারিক সহ ৪ জন তদন্তকারীর দল প্রশ্ন করবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। সাংবাদিকদের সায়নী জানান, ১০০ শতাংশ সহযোগিতা করতে তিনি প্রস্তুত।

thebengalpost.net
ED’র কলকাতার সদর দপ্তর:

উল্লেখ্য, ইডি’র নোটিশ পাওয়ার পর থেকেই (বুধবার সকাল থেকেই) বাড়িতে ছিলেন না সায়নী। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের জেরা করায় একের পর এক উঠে আসছে নতুন নতুন নাম। এবার ইডির নজরে তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। ধৃত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ হাতে পৌঁছেছে তদন্তকারীদের হাতে। তাঁরা উদ্ধার করতে পেরেছেন সায়নী’র সঙ্গে কুন্তলের চ্যাট হিস্ট্রিও। গত মঙ্গলবার রাতে সায়নী-কে নোটিশ পাঠায় ইডি। শুক্রবার সকাল সাড়ে ১১টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় তাঁকে। কিন্তু, ইডি নোটিস পাঠানোর পর থেকেই এককথায় উধাও হয়ে যান সায়নী! শুধু মিডিয়া নয়, সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দলের সাথেও। বুধ ও বৃহস্পতি, দু’দিনই দলের প্রচারে দেখা যায়নি তাঁকে। বাতিল করা হয়েছিল প্রচার। অবশেষে ধরা দিলেন তিনি! শুক্রবার সকাল ১১টা ২১ মিনিটে সরাসরি পৌঁছে যান ইডি’র সদর দপ্তর সিজিও কমপ্লেক্সে।