দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১০ জুন: ভয়াবহ করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই, একের পর এক রেল দুর্ঘটনার খবর আসছে খড়্গপুর ডিভিশনে! এর মধ্যেই আজ, শনিবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ (9:35PM) লাইনচ্যুত হয়ে যায় মেদনীপুর-হাওড়া লোকাল ট্রেন। খড়্গপুর স্টেশনে ঢোকার ঠিক আগেই লাইনচ্যুত হয়ে যায় এই ট্রেন। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

thebengalpost.net
মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন লাইনচ্যুত:

রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) রাত্রি ঠিক সাড়ে ন’টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে গিরি ময়দান স্টেশন ও খড়গপুর স্টেশনের ঠিক মাঝখানে পটারপুর এলাকায়। ট্রেনটি রাত্রি ৮টা ৫৫ নাগাদ (8:55PM) মেদিনীপুর স্টেশন থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে (লাস্ট লোকাল) যাচ্ছিল। হঠাৎই ট্রেনটির ৭ নম্বর বগি বেলাইন বা ইনচ্যুত হয়ে যায়। ফলে, নিয়ন্ত্রণ হারিয়ে লাইনের পাশে থাকা একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে ট্রেনটি। তবে, লোকাল ট্রেনের গতিবেগ কম ছিল বলে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। হতাহতের কোন খবর নেই। যদিও, ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নেমে তাঁরা ছোটাছুটি করতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা এবং রেল পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। কি কারণে, ট্রেনটি বেলাইন বা লাইনচ্যুত হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে দ্রুত ট্রেনের ওই বগিটিকে লাইনে নিয়ে এসে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। তবে, গত ২ জুন, খড়্গপুর ডিভিশনের বালেশ্বরের বাহানাগাতে ভয়াবহ দুর্ঘটনার পর এই দুর্ঘটনাতে যাত্রীদের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।