দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: নির্বাচনী দিনক্ষণ ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ‘ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন’- এর জেলা পরিষদের আসনে প্রার্থী ঘোষণা করে চমক দিল পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্ট। জেলার ৬০টি জেলা পরিষদ আসনের ৫৫-টিতে প্রার্থী দিতে চলেছে সিপিআইএম। ৫-টিতে সিপিআই। সংরক্ষণ জনিত কারণে এদিন অবশ্য বেশ কয়েকটি আসন বাদ দিয়ে প্রার্থী ঘোষণা করা হলো জেলা বামফ্রন্টের তরফে। শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মেদিনীপুর শহরের মীরবাজারে অবস্থিত সিপিআইএমের জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে বামফ্রন্টের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা, সিপিআইএর জেলা সম্পাদক অশোক সেন প্রমুখ।

thebengalpost.net
বামফ্রন্টের সাংবাদিক বৈঠক:

প্রসঙ্গত, শুক্রবারই ছিল মনোনয়নের প্রথম দিন। ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন জমা দেওয়া। তবে, প্রথম দিনই জেলার দাসপুর সহ বিভিন্ন এলাকায় মনোনয়ন জমা দিয়ে চমক দিয়েছে জেলা বামফ্রন্ট তথা সিপিআইএম। একইসঙ্গে, সবার আগে জেলা পরিষদ পরিষদের প্রার্থীও ঘোষণা করে দিয়েছে সিপিআইএম তথা জেলা বামফ্রন্ট। এদিন, প্রার্থী ঘোষণা করার সময় সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, “লুঠেরাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মানুষ এবার নিজেদের পঞ্চায়েত গড়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাই, এক দফায় নির্বাচন করে, নিজেদের পুলিশ দিয়ে শাসকদল যতই ভোট লুট করার চেষ্টা করুক না কেন, এবার সাধারণ মানুষই গড়ে তুলবে প্রতিরোধ।” ১০০ দিনের কাজ থেকে মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে, আবাস যোজনা আর ১০০ দিনের কাজে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষ নিজেদের মতামত দেবে বলেও আশা প্রকাশ করেছেন সুশান্ত ঘোষ। তৃণমূলের এই দুর্নীতিতে কেন্দ্রের বিজেপি সরকারের মদত এবং দুই সরকারের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আছে বলেও মন্তব্য করেন তিনি। তাই, বামফ্রন্টই যে একমাত্র বিকল্প- মানুষ এবার বুঝিয়ে দেবে বলেও মন্তব্য করেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব।

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোটে যাচ্ছেনা কংগ্রেস; শুক্রবার বিকেলেই তা স্পষ্ট করে দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়। তিনি জানিয়েছেন, “পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস একাই লড়াই করবে। কারুর সঙ্গে জোটে যাবে না। তবে, যদি কোথাও আমরা প্রার্থী দিতে না পারি; সেখানে নিচু তলার কর্মীরাই ঠিক করবে কাকে ভোট দেবেন।” শুক্রবারের সাংবাদিক বৈঠক থেকে জেলা বামফ্রন্টের তরফে অবশ্য কংগ্রেসকে বার্তা দেওয়া হয়েছিল। সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ মন্তব্য করেছিলেন, “তৃণমূল-বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলকেই আমরা স্বাগত জানাবো।” অন্যদিকে, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, “৩৪ বছরে সাধারণ মানুষকে লালচক্ষু দেখানো ছাড়া আর কিছুই করেনি বামফ্রন্ট। তাই, সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করুক, আর যাই করুক; পঞ্চায়েত নির্বাচনেও শূন্য পাবে সিপিআইএম।” তিনি এও জানান, ” আমরা আগামী সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করে দেব।” জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস জানান, “আগামীকাল আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। তবে, বিজেপি সর্বত্র প্রস্তুত আছে তৃণমূলের মোকাবিলা করার জন্য। মনোনয়ন জমা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে আমাদের।”

thebengalpost.net
মহকুমা শাসকের কার্যালয়ের সামনে পুলিশি প্রহরা: