দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩০ মে: অবশেষে ৩৪ দিনের গরমের ছুটি (Summer Vacation) কাটিয়ে রাজ্য জুড়ে আগামী সপ্তাহের শুরুতেই খুলতে চলেছে সরকারি ও সরকার পোষিত সমস্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়। আগামী ৫ জুন, সোমবার খুলে যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি। প্রাথমিক বিদ্যালয় খুলবে ৭ জুন অর্থাৎ বুধবার। আজ, মঙ্গলবার (৩০ মে) বিকেলে শিক্ষা দপ্তরের তরফে জারি করা হয়েছে এই বিষয়ক বিজ্ঞপ্তি।

thebengalpost.net
শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি:

প্রসঙ্গত উল্লেখ্য, প্রচণ্ড দাবদাহের কারণে গত ২ মে (২০২৩) থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলিকেও ছুটি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। অবশেষে, বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি মেনে যথাক্রমে ৩৪ ও ৩৬ দিনের মাথায় খুলে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত মাধ্যমিক ও প্রাথমিক স্কুল। অন্যদিকে, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত বিভিন্ন দপ্তরে নিয়োগের কথাও জানিয়েছেন। (৩১মে’র আপডেট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “তাপপ্রবাহের কারণে, আরো ১০ দিন বাড়ানো হচ্ছে গরমের ছুটি। ৫ জুনের পরিবর্তে স্কুল খুলবে ১৫ জুন।)