দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৮ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে খড়্গপুর ডিভিশনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এর আনুষ্ঠানিক উদ্বোধন হল পুরী স্টেশন থেকে। হাওড়া-পুরী রুটের দ্রুতগামী এই ট্রেন ওড়িশা রাজ্যের ক্ষেত্রেও প্রথম বন্দে ভারত। তাই, বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে ভার্চুয়ালি ফ্ল্যাগ অফ করে ওড়িশার পুরী স্টেশন থেকে এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অর্থাৎ ২০ মে থেকে সপ্তাহে ৬ দিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেন চলবে বলে জানিয়েছে রেল। ইতিমধ্যে, গতকাল (১৭ মে) থেকেই বুকিং বা রিজার্ভেশন শুরু হয়ে গেছে। বুধবার সাংবাদিক বৈঠক করে খড়্গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, ২২৮৯৫ হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে ২২৮৯৬ বন্দে ভারত। হাওড়া পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে।
রেলের তরফে এও জানানো হয়েছে, হাওড়া থেকে ছেড়ে পুরী গামী বন্দে ভারত প্রথম দাঁড়াবে খড়্গপুর স্টেশনে। সকাল ৭টা ৪০ মিনিটে খড়্গপুর স্টেশনে পৌঁছে যাবে বন্দে ভারত। তারপরেই ঢুকে যাবে ওড়িশা রাজ্যে। একে একে বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে দাঁড়াবে হাওড়া-পুরী বন্দে ভারত। খড়্গপুর ডিভিশনের তরফে DRM এম.এস হাসমি এবং Sr. DCM রাজেশ কুমার জানান, ট্রেনের ১৬-টি কামরার মধ্যে ২-টি এক্সিকিউটিভ ক্লাসের জন্য বরাদ্দ থাকছে। এক্সিকিউটিভ ক্লাসে থাকছে ১০৪-টি আসন। এর ভাড়া নির্ধারিত হয়েছে- হাওড়া থেকে ২৪৭০ টাকা ও খড়্গপুর থেকে ১৯৭০ টাকা। বাকি ১৪-টি চেয়ার কার কামরায় থাকছে ১০২৪-টি আসন। ওই আসনে হাওড়া থেকে ১২৬৫ টাকা ও খড়্গপুর থেকে ১০৫০ টাকায় পুরী পৌঁছে যাওয়া যাবে।
রেলের তরফে এও জানা গেছে, পুরী যাওয়ার পথে যাত্রীদের দেওয়া হবে শুধু টিফিন বা জলখাবার। তবে, পুরী থেকে ফেরার পথে মিলবে দুপুরের খাবার ও একটি টিফিন বা জলখাবার। স্বাভাবিকভাবেই, পুরী থেকে ফেরার পথে সামান্য ভাড়া বেশি দিতে হবে যাত্রীদের। পুরী থেকে হাওড়া এক্সিকিউটিভ ক্লাসে ২৬১৫ টাকা ও চেয়ার কারে ১৪৩০ টাকা ভাড়া গুনতে হবে। পুরী থেকে খড়্গপুরে ফিরতে যথাক্রমে ২১৬৫ টাকা ও ১২১৫ টাকা খরচ করতে হবে যাত্রীদের। হাওড়া-পুরী শাখায় বন্দে ভারতের গড় গতিবেগ হতে চলেছে ঘণ্টায় ৭৭ কিমি। তবে, সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি।