দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ মে: নবজোয়ার কর্মসূচির মধ্যেই চরম অসস্তিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রিভিউ পিটিশন মামলায় বৃহস্পতিবার রায়দান করে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে ইডি বা সিবিআই জেরা করতে পারে। জেরা করার ক্ষেত্রে আইনত কোন বাধা নেই! অর্থাৎ, এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়-ই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে, কুন্তল এবং অভিষেকের মামলা খারিজ করে বিচারপতি নির্দেশ দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে যথাক্রমে- ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

thebengalpost.net
Justice Amrita Sinha:

জরিমানার টাকা অবিলম্বে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরে আসার পর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সেই মামলার রায় ঘোষণা করেন বিচারপতি সিনহা। অভিষেকের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সিনহা‌ বলেন, “সিবিআই এবং ইডি তদন্ত চালিয়ে নিয়ে যাবে। আগামী ৯ জুন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে।” উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের নির্দেশে অভিষেক সংক্রান্ত প্রাথমিক-দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠান হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস শিবজ্ঞানম। বিচারপতি এজলাসে মামলা যাওয়ার পরই রায় পুনর্বিবেচনার আর্জি জানান অভিষেক। কিন্তু, সেই আরবি আবেদন খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে, নবজোয়ার কর্মসূচির মধ্যেই যে চরম অসস্তিতে পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা বলাই বাহুল্য! ‌