দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৪ মার্চ: শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় আকাশের বুকে এক বিরল দৃশ্য দেখে মুগ্ধ হলেন মেদিনীপুর-খড়্গপুর থেকে শুরু করে রাজ্য বাসী। সূর্য ডুবতেই সেই দৃশ্যের সাক্ষী হলেন সকলে। পশ্চিম আকাশে উঠেছে সরু এক ফালি চাঁদ। আর তার গায়ে এক আলোর বিন্দু। অনেকেই বলে উঠলেন, ‘এই বুঝি সেই চন্দ্রবিন্দু!” কেউবা বললেন, “যেন মহাদেবের মাথায় আটকে আছে একফালি চাঁদ!” ভূগোলবিদরা জানালেন, আসলে এ হল- চাঁদ-শুক্রের মিলন। চাঁদের গায়ে শুকতারা বা সন্ধ্যা তারা বা শুক্র গ্রহ (Venus)। অবশ্যই বিরল এক মহাজাগতিক মিলন। ‌কিছুদিন আগেই যেভাবে রাতের আকাশে চাঁদ, শুক্র ও বৃহস্পতির মিলন দেখেছিলেন দেশবাসী। ঠিক সেভাবেই এদিন দেখা গেল, চাঁদ (Moon) ও শুক্র (Venus)- এর মিলন।

thebengalpost.net
শুক্রবার সন্ধ্যার আকাশে:

তবে, এমন দৃশ্য কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই। অনেকেই বলছেন কয়েকশো বছর আগে। আবার কবে দেখা যাবে? এনিয়ে মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন, “নিজের নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়!” এদিকে, শুক্রবার (২৪ মার্চ) সূর্যাস্তের পর প্রায় ৪ টা ৪৩ থেকে সন্ধ্যা ৬টা ৮ পর্যন্ত চাঁদ শুক্র গ্রহকে ঢেকে ফেলেছিল বলে জানা যায়। তারপর, শুক্র গ্রহ ধীরে ধীরে গ্রহণ ছেড়ে বেরিয়ে আসে। চাঁদের নিচে আলোক বিন্দু হয়ে অবস্থান করে। তবে, আকাশের বুকে চাঁদ মামা ও শুকতারার এই মহাজাগতিক মিলনে আপ্লুত মেদিনীপুর থেকে মালদা, কলকাতা থেকে কাঁথি!

thebengalpost.net
ধরা পড়ল মেদিনীপুর থেকে (ছবি- মণিকাঞ্চন রায়):