মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার পরই হেলিকপ্টারে করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের কলেজ কলেজিয়েট মাঠের হেলিপ্যাডে তাঁর কপ্টার পৌঁছয় বুধবার বিকেলে ঠিক ৩টা ৪০ এ। হাত নেড়ে মুখ্যমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন মাঠের চারপাশে উপস্থিত কয়েকশো কর্মী-সমর্থক তথা সাধারণ মানুষের। তুমুল উচ্ছ্বাসে ভেসে গিয়ে কলেজ মাঠ থেকে তাঁর কনভয় ভবঘুরে আবাস-মেডিক্যাল কলেজের রাস্তা হয়ে গান্ধী মোড়, LIC মোড়, কালেক্টরেট মোড়, কেরানীটোলা হয়ে রওনা দেয় সার্কিট হাউসের উদ্দেশ্যে। সার্কিট হাউসে ঢোকার মুখেই মুখ্যমন্ত্রীর অগণিত ভক্ত, অনুগামী ও দলীয় সমর্থকদের উন্মাদনা ও সমবেত স্লোগান তাঁকে নিঃসন্দেহে আবেগতাড়িত করে। তাঁদের ভালোবাসার টানেই গাড়ি থেকে নামতে একপ্রকার তিনি বাধ্য হন! আর, তাতেই উপস্থিত কর্মী-সমর্থকরা বাঁধ ভাঙা উচ্ছ্বসে ফেটে পড়েন। কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথীর জয়ধ্বনি দেওয়া হয়।

thebengalpost.net
মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী:

সেই সময়ই সার্কিট হাউসের প্রায় উল্টোদিকে অবস্থিত চার্চ স্কুল (নির্মল হৃদয় আশ্রম) এর বিদ্যালয়-ফেরত (ছুটির পর) পড়ুয়ারাও মুখ্যমন্ত্রী’কে স্বচক্ষে দেখতে ভিড় জমান। মুখ্যমন্ত্রী প্রথমেই পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বাস দেন, ‘পাশে আছি’ বলে। এরপরই, সার্কিট হাউসের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থক এবং অনুগামীদের সঙ্গে কথা বলেন।‌ নজর যায় ভিড়ের মধ্যে ওই ওয়ার্ডের (৫ নং) কাউন্সিলর মৌ রায়ের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রৌঢ়ার কোলে থাকা শিশুকন্যার উপর। তাঁকে পরম আদরে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। আদর করেন। শিশুটি কাঁদতে শুরু করলে কান্না থামানোরও চেষ্টা করেন। তারপর, কাউন্সিলর মৌ রায় হাজরা’র মেয়ে সুকৃতি হাজরা’র কোলে শিশুটিকে ফিরিয়ে দেন। প্রীতি রাণা নামে ওই শিশুটির ঠাকুমার সঙ্গেও কথা বলেন। এক বাসিন্দার হাউস ফর অলের সমস্যা মেটানোরও আশ্বাস দেন। এদিকে, এলাকার দীর্ঘদিনের (সার্কিট হাউস সংলগ্ন ৫ নং ওয়ার্ডের) কাউন্সিলর মৌ রায় বেশ কিছু স্কুল পড়ুয়াদের বিভিন্ন সরকারি প্রকল্প, যেমন- কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু- প্রভৃতির ‘প্রতীকী সাজে’ সজ্জিত করে দাঁড় করিয়ে রেখেছিলেন। মুখ্যমন্ত্রী পড়ুয়াদের দেখে আপ্লুত হন। হাসিমুখে মতবিনিময় করেন। এরপরই, তাঁর কনভয় ঢুকে যায় সার্কিট হাউসে।

thebengalpost.net
কোলে তুলে নেন এক শিশুকে:

মেদিনীপুর কলেজ মাঠে নামার পর থেকে সার্কিট হাউস পর্যন্ত এই পুরো সময়জুড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গেছে একমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক ও সহ-সভাধিপতি অজিত মাইতি-কে। সার্কিট হাউসে অজিতের সঙ্গে দলীয় বিষয় নিয়ে কথাবার্তাও বলতে পারেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী। যদিও, আগামীকাল তাঁর প্রশাসনিক বা সরকারি সভা। তবে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ দলীয় বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলেই সূত্রের খবর। সন্ধ্যার দিকে সেখানে (সার্কিট হাউসে) দলের অন্যান্য বিধায়ক, মন্ত্রী কিংবা নেতৃত্বদেরও মুখ্যমন্ত্রী ডাকতে পারেন বলে জানা গেছে। মন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ অনেককেই শহরে এদিন দেখা গেছে। আজই সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শহরে পৌঁছেছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও। তিনিও সার্কিট হাউসে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, বিকেল সাড়ে ৩টা নাগাদ উলুবেড়িয়ার কাছে জুন মালিয়া’র স্করপিও গাড়িটি হঠাৎ ঝাঁপিয়ে পড়া একটি হনুমানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তবে, কেউই আহত হননি।‌ বিধায়িকাও ‘নিরাপদে’ শহরে পৌঁছে গেছেন বলে জানা গেছে। অন্যদিকে, শালবনীতে চলা ভারত জাকাত মাঝি পারগানা মহলের অবরোধ কর্মসূচিও এদিন সন্ধ্যা ৭টা নাগাদ প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

thebengalpost.net
সঙ্গে অজিত :

thebengalpost.net
কাউন্সিলর মৌ রায়ের সঙ্গে পড়ুয়ারা: