দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি:বহু বছরের অভ্যেস মতো এদিনও সাইকেলে করে শোনপাপড়ি বিক্রি করতে বেরিয়েছিলেন। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে শোনপাপড়ি বিক্রি করে বিকেলে বাড়ি ফিরছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পুকুরিয়াশোল এলাকার বাসিন্দা যোগীন্দ্রনাথ মাহাত। নিয়তির নিষ্ঠুর পরিহাসে তাঁর আর বাড়ি ফেরা হলোনা! চিরকালের মতো এই পৃথিবী থেকে বিদায় নিতে হল একপ্রকার লুপ্তপ্রায় এই পেশাকে (শোনপাপড়ি বিক্রি) আঁকড়ে ধরে বেঁচে থাকা যোগীন্দ্রনাথ-কে! বিকেল চারটা-সাড়ে চারটা নাগাদ শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন বহড়াবনি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হল!

thebengalpost.net
মর্মান্তিক দুর্ঘটনা:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ কলসিভাঙা-পিড়াকাটা গ্রামীণ সড়কের উপর বহড়াবনি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, এদিন বিকেলে নিজের সাইকেল নিয়ে কলসিভাঙা থেকে পিড়াকাটার দিকে অর্থাৎ নিজের বাড়ির (পুকুরিয়াশোল) উদ্দেশ্যে ফিরছিলেন পেশায় শোনপাপড়ি বিক্রেতা বছর ৬৫’র যোগীন্দ্রনাথ। অপরদিকে, কলসিভাঙায় অবস্থিত এফসিআই গোডাউন থেকে চাল বোঝাই করে ওই একই অভিমুখে অর্থাৎ পিড়াকাটার দিকেই যাচ্ছিল একটি ট্রাক। বহড়াবনির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি সাইকেল আরোহী শোনপাপড়ি বিক্রেতাকে পিছন থেকে ধাক্কা মারে বলে জানা যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তবে, তাঁর শোনপাপড়ি বিক্রির বিভিন্ন সরঞ্জাম সহ সাইকেলটি সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই উদ্ধার হয়েছে। এদিকে, স্থানীয় সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ কর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় যোগীন্দ্রনাথ মাহাত নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যা নাগাদ শালবনী থানা সূত্রে জানানো হয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই আগামীকাল তাঁর দেহের ময়নাতদন্ত করা হবে। ঘাতক ট্রাকটির সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে, ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া!

thebengalpost.net
অক্ষত সাইকেল ও শোনপাপড়ি বিক্রির সরঞ্জাম:
(ছবি- কৌশিক মাহাত।)