স্বর্ণদীপ বাগ, ঝাড়গ্রাম, ১৪ ফেব্রুয়ারি: জঙ্গলমহলে ফের হাতির মৃত্যু ঘিরে ছড়াল চাঞ্চল্য! মঙ্গলবার সাত সকালেই মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের অন্তর্গত লকাটে ঘটনাটি ঘটে। একটি পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিটির। তবে, এই বিষয়ে মুখ খুলতে নারাজ এলাকাবাসী থেকে বনদপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তর ও পুলিশ এলকা ঘিরে রেখেছে।
জানা গেছে, পশু চিকিৎসকের দল এসে ময়না তদন্ত কররার পর হাতিটিকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে দাহ করা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার সাত সকালে লকাটে চাষের জমিতে পূর্ণ বয়স্ক দাঁতাল হাতির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামের মানুষ। খবর দেওয়া হয় বনদফতরকে। উল্লেখ্য যে, ফসল বাঁচানোর জন্য অনেক সময়ই কৃষকরা বিদ্যুতের তার দিয়ে জমি ঘিরে রাখেন। তার ফলেই মৃত্যু নাকি অন্য কোনও কারণে, ময়নাতদন্তের পর জানা যাবে বলে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। তারপরই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গেছে বনদপ্তরের পক্ষ থেকে।।