শেখ ওয়ারেশ, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি:’ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে’ ১০ বছর অতিক্রান্ত করে ফেললো মেদিনীপুর শহরের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ছোটদের ইংরেজি মাধ্যম স্কুল ‘দ্য ট্রি কিডস স্কুল’ (The Tree Kids School, Midnapore)। সোমবার (২৩ জানুয়ারি) শহরের একটি বেসরকারি হোটেলে এই শিক্ষা প্রতিষ্ঠানের দশ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া, হিজলি কলেজের অধ্যক্ষ ড. আশিস দণ্ডপাট, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের (গোপীবল্লভপুর) অধ্যাপক ড. অরুনাভ প্রহরাজ, গ্রিফিনিস ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শ্রী অভিষেক যাদব সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মীরা। উপস্থিত শিক্ষাব্যক্তিত্বরা শহরের এই জনপ্রিয় ইংরেজি মাধ্যম স্কুলের, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সুনিবিড় সম্পর্কের প্রশংসা করেন এবং বর্তমান শিক্ষাক্ষেত্রে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্বের বিষয়টিও তুলে ধরেন।

thebengalpost.net
অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া:

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে এই স্কুল জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের পুরস্কারও জিতে নিয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষা (Principal of The Tree Kids School) রুম্পা খান বারিক বলেন, “একদিন গুটিকয়েক কচিকাঁচাদের নিয়ে এই স্কুলের পথচলা শুরু হয়েছিল। প্রথম থেকেই আমরা শিশুদের সার্বিক বিকাশের উপর জোর দিয়েছি। আজ সগৌরবে দশ বছর অতিক্রান্ত করল মেদিনীপুর শহরের এই ইংরেজি মাধ্যম স্কুল। এজন্য, আমাদের স্কুলের প্রত্যেক শিক্ষক, শিক্ষাকর্মীদের ভূমিকা সর্বাধিক। তবে, বিদ্যালয়ের সঙ্গে যুক্ত অভিভাবক, শুভানুধ্যায়ী এবং শিক্ষাপ্রেমী মানুষজনদের অবদান অনস্বীকার্য। তবে, সর্বাগ্রে যাঁর ভূমিকা ছিল অনবদ্য, তিনি আমার স্বামী তথা ‘দ্য ট্রি কিডস স্কুল’ এর চেয়ারম্যান মৃণাল কান্তি বারিক। অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছে এই স্কুল। আজ ওঁর লড়াইকেও কুর্নিশ জানাই। অসীম ভালোবাসা ও শুভেচ্ছা বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের প্রতি। ওরা আরও বিকশিত হয়ে এই সমাজকে একদিন সমৃদ্ধ করবে, এটাই আমাদের এই দশ বছর উদযাপনের কামনা।”

thebengalpost.net
স্কুলের চেয়ারম্যান ও অধ্যক্ষা :