তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার অভিনন্দন ঘোষ ‘গরুড়াসন’ (Garudasana) করে বিশ্ব রেকর্ড করলো। চেন্নাইয়ের ‘কালাম ওয়ার্ল্ড রেকর্ডস’ (Kalam World Records) তাকে এই স্বীকৃতি দিয়েছে। ৪০ মিনিট ৭ সেকেন্ড ধরে ‘গরুড়াসন’টি করে এই রেকর্ড অর্জন করেছে অভিনন্দন। উল্লেখ্য, এর আগেও অভিনন্দন ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records) এবং ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’ (International Book of Records) এর স্বীকৃতি অর্জন করেছে।
বছর ২০’র অভিনন্দন জানিয়েছে, “আজকের যুব সমাজ যোগব্যায়াম’কেই সঙ্গী করুক। যোগব্যায়ামই পারে রক্তমাংসের শরীরে আবদ্ধ জীবাত্মার সাথে সেই মহাজাগতিক শক্তির মেলবন্ধন ঘটাতে।” অভিনন্দনের বাবা ও দাদু দু’জনেই যোগব্যায়ামের শিক্ষক। তাঁরাই অভিনন্দন এর অনুপ্রেরণা। অভিনন্দন বর্তমানে ঘাটাল কলেজের প্রথম বর্ষের ছাত্র। অভিনন্দন এর পুরস্কার প্রাপ্তির খবর পেয়ে ক্ষীরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গাশঙ্কর পান ইতিমধ্যে অভিনন্দনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দনের বাবা সঞ্জিত ঘোষ ছেলের এই পুরস্কার প্রাপ্তির খবরে ‘গর্বিত’। তিনি বলেন, “আমি যা পারিনি, অভিনন্দন সেটা করতে পেরেছে।” তিনি এও বলেন, “মানুষ যদি যোগকে নিত্য সঙ্গী করে তাহলে সুস্থ জীবন লাভ করবে।” অভিনন্দনের বিশ্ব রেকর্ডের খবরে এলাকাবাসীর মধ্যেও খুশির হাওয়া!