thebengalpost.net
নতুন বছরেই কোমর বেঁধে নামতে চলেছে সিবিআই:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ ডিসেম্বর: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি-তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছে সিবিআই (CBI)। আদালতে তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ইতিমধ্যে সিবিআই- এর তরফে জমা দেওয়া হয়েছে একাধিক রিপোর্ট। খুব তাড়াতাড়ি চার্জশিট জমা দেওয়ার কাজও শেষ হবে বলে জানা গেছে। এবার তাই, প্রাথমিক নিয়োগে বেনজির দুর্নীতির তদন্তে ‘কোমর বেঁধে’ নামতে চলেছে সিবিআই (Central Bureau of Investigation)। মঙ্গলবার সিবিআই-এর বিশেষ সূত্রে এই তথ্যই উঠে এসেছে সংবাদ মাধ্যমের কাছে। উল্লেখ্য যে, এতদিন প্রাথমিকে আর্থিক কেলেঙ্কারি ও অবৈধ লেনদেনের তদন্ত চালাচ্ছিল ইডি (ED/ Enforcement Directorate)। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে তাঁরাই গ্রেপ্তার করেছেন। এবার, ‘খেলা’ শুরু করবে সিবিআই। নতুন বছরের (২০২৩) শুরুতেই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নামতে চলেছে সিবিআই। এমনটাই জানা গেছে সিবিআই সূত্রে।

thebengalpost.net
নতুন বছরেই কোমর বেঁধে নামতে চলেছে সিবিআই:

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে হঠাৎ করেই বিকাশ ভবনে হানা দেয় সিবিআই আধিকারিকদের একটি দল। সিবিআই সূত্রে খবর, এই মামলার তদন্তকারী অফিসার ও দু’জন টেকনিক্যাল অফিসার বিকাশ ভবনে অভিযান চালিয়েছেন ওই দিন রাতে। বেশকিছু প্রযুক্তিগত প্রমাণ ইত্যাদি বাজেয়াপ্ত করেছেন তাঁরা। এই তথ্যপ্রমাণ ঘেঁটে দেখার পর মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেবে সিবিআই। তেমনটাই ইঙ্গিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে। ফলে নতুন বছরের শুরুতেই চাপ আরও বাড়তে চলছে দুই বিধায়কের উপর! সূত্রের খবর, তদন্তে নেমে পার্থ-মানিককে হেফাজতে নেবে সিবিআই। তারপরই, প্রাথমিকের ‘বেনজির’ দুর্নীতির রহস্য উদ্ধার করবে সিবিআই। এই তদন্তে যে এবার আর কোনোরকম ঢিলেমি দেওয়া হবে না, তার ইঙ্গিত মিলেছে সিবিআই- এর তরফে। নতুন বছরের শুরুতেই কলকাতা হাইকোর্টের সাথে সাথে সুপ্রিম কোর্টেও মানিক ভট্টাচার্যের দুর্নীতির তথ্য প্রমাণ দিতে যে সিবিআই বদ্ধপরিকর, তা বলাই বাহুল্য!