দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পূজা কার্নিভাল ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত। এবার, সেই ধাঁচে জেলায় জেলায় ‘পূজা কার্নিভাল’ (Puja Carnival) আয়োজন করার হিড়িক পড়েছে। জেলার বিভিন্ন পৌরসভাগুলির উদ্যোগে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভার উদ্যোগেও এবার ‘পূজা কার্নিভাল’ আয়োজিত হতে চলেছে। শনিবার, মহা ষষ্ঠী’র দিন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৭ অক্টোবর মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হবে পূজা কার্নিভাল। শহরের বিভিন্ন পূজা কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে। সুসজ্জিত ভাবে তাঁরা তাঁদের পরিবেশন তুলে ধরবেন। সম্মানীয় বিচারক মণ্ডলী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়-দের বেছে নেবেন। তাঁদের পুরস্কৃত করা হবে। বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের দিন তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।”

thebengalpost.net
মেদিনীপুর পৌরসভার উদ্যোগে হবে পূজা কার্নিভাল:

উল্লেখ্য যে, ৫ অক্টোবর বিজয়া দশমী’র ১ দিন পর বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে মেদিনীপুর শহরে। ওই দিনই শহরের গোলকুঁয়াচক থেকে বটতলাচকের মধ্যবর্তী স্থানে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানা গেছে, আলোয় আলোয় সাজানো হবে ওই এলাকা। হবে মঞ্চ। থাকবে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তাও। পৌরসভা সূত্রে জানা গেছে, বিভিন্ন পূজা কমিটিকে ৫-৭ মিনিট দেওয়া হবে তাঁদের পারফরম্যান্স তুলে ধরার জন্য। পৌরপ্রধান জানিয়েছেন, প্রথম স্থানাধিকারী পুজো কমিটির হাতে ৫০ হাজার টাকা ও ট্রফি; দ্বিতীয় স্থানাধিকারী’র হাতে ৩০ হাজার ও ট্রফি এবং তৃতীয় স্থানাধিকারী’র হাতে ২০ টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দিন। এছাড়াও, আজ (ষষ্ঠী) এবং আগামীকাল (সপ্তমী) পৌরসভার পক্ষ থেকে পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পরিবেশ ও সেরা পুজো বেছে নেওয়া হবে। বিচারক হিসেবে রাখা হয়েছে বিভিন্ন ক্ষেত্রের গুনী মানুষদের। তাঁরাই বেছে নেবেন এই সেরা পুজো গুলিকে। তাঁদের হাতেও একইভাবে তুলে দেওয়া হবে পুরস্কার।