thebengalpost.net
ওএমআর কাণ্ডে সিবিআই :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ সেপ্টেম্বর: ২০১৪ প্রাইমারি টেট (Primary TET)-এর প্রায় ১২ লক্ষ (বা, আরও বেশি) পরীক্ষার্থীর ওএমআর‌ শিট (OMR) নষ্ট করা বা পুড়িয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে! মঙ্গলবার এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে আজ (মঙ্গলবার) রাত ৮-টা’র মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দপ্তরে অর্থাৎ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। না গেলে, তাঁকে গ্রেফতার করার নির্দেশও দিয়েছেন বিচারপতি। এদিন তাঁর পর্যবেক্ষণ, “অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই ওএমআর শিট নষ্ট করা হয়েছে। একটি বাছাই করা সংস্থাকে বরাত দিয়ে নষ্ট করা হয়েছে!”

thebengalpost.net
ওএমআর কাণ্ডে সিবিআই :

উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছে বলে মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। আজ, মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। তবে, শুনানিতে পর্ষদের আইনজীবী ওএমআর নষ্ট করা নিয়ে কোন সদুত্তর দিতে পারেননি! এই বিষয়ে কোনো তথ্য-ই ছিলোনা তাঁর কাছে। তাই, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। একইসঙ্গে, আজ (২৭ সেপ্টেম্বর), রাত ৮ টার মধ্যে সিবিআই জেরার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন মানিক ভট্টাচার্যকে। তদন্তে সহযোগিতা না করল বা মুখোমুখি না হলে তাঁকে গ্রেপ্তার করার অনুমতিও দেওয়া হয়েছে। সেক্ষেত্রে, আজই মানিক-কে গ্রেফতার করা হতে পারে বলে ওয়াকিবহাল মহল জানাচ্ছেন! বিশেষত, গত কয়েক মাসে একে একে পার্থ-শান্তিপ্রসাদ-অশোক-কল্যাণময়-সুবীরেশ’রা গ্রেপ্তার হলেও, আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ‘মাস্টার মাইন্ড’ মানিক ভট্টাচার্য গ্রেপ্তার না হওয়ায়, চরম উৎকণ্ঠিত বঞ্চিত চাকরি প্রার্থীরা ‘হয়তো’ তেমনই কোনো খবরের অধীর অপেক্ষায়!