দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর ও পুরুলিয়া, ২৫ সেপ্টেম্বর: মহালয়ার দিন সাত সকালেই (সকাল ঠিক ৬ টা ৫০ মিঃ) উঠে গেলো কুড়মিদের অবরোধ আন্দোলন কর্মসূচি। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে খড়্গপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউর থেকে উঠলো টানা পাঁচ দিন ধরে চলা অবরোধ। রবিবার, সকাল ৬ টা ৫০ মিনিটে পুলিশ প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে এবং ট্রাক ড্রাইভার সহ সাধারণ মানুষের ক্রমবর্ধমান সমস্যার কারণে অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আদিবাসী কুড়মি সমাজের নেতৃবৃন্দ। যদিও, শনিবার তাঁদের বর্ষীয়ান নেতা অজিত প্রসাদ মাহাতো অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং সিআরআই দপ্তরের সঙ্গে বৈঠকের পর। তবে, তিনি আপামর কুড়মিদের বিষয়টি বোঝাতে না পারায়, তারপরও প্রায় ১৮ ঘন্টা ধরে আন্দোলন অবরোধ চালিয়ে যাওয়া হয় কুড়মি সমাজের পক্ষ থেকে। নানা বিরোধ, মতভেদ, গভীর রাত অবধি দফায় দফায় আলোচনা, ৬ নং জাতীয় সড়কের উপর ট্রাক ড্রাইভারদের বিক্ষোভ-আন্দোলন, পুলিশ প্রশাসনের নরমে-গরমে বোঝানো- প্রভৃতি নানা কারণে শেষ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয় সর্বসম্মতভাবে। অবশেষে, ১২১ ঘন্টা পর খড়্গপুর – টাটানগর‌ লাইনে গড়ালো ট্রেনের চাকা। সকাল সাতটার সময় দক্ষিণ পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়, আজ, ২৫ সেপ্টেম্বর থেকে রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে। একইসঙ্গে, সকাল ৭ টার পর স্বাভাবিক হল ৬ নং জাতীয় সড়ক-ও। স্বস্তির নিঃশ্বাস ফেললেন জনসাধারণ! প্রায় ৬ দিন পর বাড়ি ফিরলেন ট্রাক ড্রাইভাররা!

thebengalpost.net
অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকদের আশ্বাসে খেমাশুলি থেকে উঠলো অবরোধ:

thebengalpost.net
দক্ষিণ পূর্ব রেলের বিজ্ঞপ্তি:

খড়্গপুরের খেমাশুলির দায়িত্বে থাকা কুড়মি সমাজের রাজ্য নেতা রাজেশ মাহাত বলেন, “আপাতত অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হলো। তবে, দাবি পূরণের জন্য আন্দোলন চলবে। আগামী দিনে সরকারের সাথে আলোচনায় বসা হবে। শনিবার যে ভিডিও কনফারেন্স হয়েছিল তাতে বেশ কিছু জায়গা অস্পষ্ট ছিল, পরে জেলাশাসকের সাথে বৈঠকে সেই সব বিষয়গুলি জানার পরই অবরোধ তুলে নেওয়া হলো। সরকার দাবি গুলি পূরণের আশ্বাস দিয়েছেন।” রবিবার সকালে সকল কুড়মি সমাজের নেতারা অবরোধ স্থলে বৈঠকে আপাতত আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তারপরই পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনেও আন্দোলন সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, কুড়মি সম্প্রদায়কে আদিবাসী বা তপশিলি উপজাতি বা ST হিসেবে অন্তর্ভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলির অন্তর্ভুক্ত করা এবং সারনা ধর্মের সরকারি কোড চালু করার দাবিতে গত মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর থেকে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ কয়েকটি রাজ্যে আন্দোলন চালাচ্ছিলেন আদিবাসী কুড়মি সমাজ।

thebengalpost.net
স্বাভাবিক হল খেমাশুলি স্টেশন (খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর):

thebengalpost.net
স্বাভাবিক হল কুস্তাউর স্টেশন (পুরুলিয়া):