দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ সেপ্টেম্বর:’কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে’ বের করলো রেল পুলিশ। ভুয়ো টিকিটের যাত্রীকে তল্লাশি করতেই বেরোলো নগদ ২ লক্ষের বেশি টাকা। ‘ভুয়ো চাকরি’র নানা কাগজপত্র। জিজ্ঞাসাবাদ করার পর-ই জানা গেল, ভুয়ো চাকরি চক্রের ‘মিডলম্যান’ বা ‘দালাল’ (মধ্যস্থতাকারী) হিসেবে কাজ করতো সে। বেকার ছেলেমেয়েদের কাছ থেকে অ্যাডভান্স বা অগ্রিম বাবদ টাকা নিয়ে যাচ্ছিল। তার বসের হাতে টাকা তুলে দেওয়ার কথা ছিল। এমনকি, নিজেকে খড়্গপুর স্টেশনের (Kharagpur Junction) কর্মী পরিচয় দেওয়া যুবকের নিজের পরিচয়পত্র টিও জাল! তবে, শুক্রবার দুপুরে আপ খড়্গপুর-ঘাটশিলা মেমু প্যাসেঞ্জার (Kharagpur Ghatshila Memu Passenger- 18033) থেকে নামতেই তিন টিকিট পরীক্ষকের জালে পড়ে যায় সে। পরে রেল পুলিশের তল্লাশিতে বেরোয় নগদ ২ লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুয়ো চাকরি চক্রের’মিডলম্যান’হিসেবে কাজ করতো হাওড়ার বাগনানের বাসিন্দা বছর ২৩-এর যুবকের নাম শহিদ মল্লিক।
রেল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খড়্গপুর স্টেশনের ৪ নং প্ল্যাটফর্ম থেকে তাকে টিকিট পরীক্ষকেরা আটক করে এবং পরে গ্রেপ্তার করে জি.আর.পি বাহিনী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ছাড়াও ডায়েরি (চাকরিপ্রার্থীর নাম ও টাকার অঙ্ক লেখা), একাধিক চেক বই, এটিএম, জাল নিয়োগপত্র প্রভৃতি উদ্ধার হয়েছে। প্রতারণা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে তাকে। শুক্রবার তাকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে। তাকে হেফাজতে নিয়ে এই চক্রের পান্ডাদের খোঁজ চালানো হবে বলে রেল পুলিশ জানিয়েছে।