তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ভোরবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইবাজের খপ্পরে পড়েন এক মহিলা! তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথায় চোট পান মহিলা! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুশপাতা এলাকায়। আহত মহিলাকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। তিনি মাথায় চোট পেয়েছেন বলে জানা গেছে। তব, অবস্থা স্থিতিশীল। এদিকে, ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যে সোনার হার সহ ওই ছিনতাইবাজকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ। তাকে আদালতেও তোলা হয়েছে, তা সত্ত্বেও ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক!

thebengalpost.net
উমা আদক :

জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন কুশপাতার বাসিন্দা উমা আদক। তাঁর অভিযোগ অনুযায়ী, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিকের অফিস সংলগ্ন মোড়ে এক ব্যক্তি তাঁকে পিছন থেকে টেনে ধরেন। ফলে, তিনি রাস্তায় পড়ে যান। এরপরই তাঁর গলায় থাকা সোনার হারটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। এদিকে, রাস্তার উপরে পড়ে যাওয়ার ফলে, মাথায় চোট পান উমা দেবী। তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর পরিবারের তরফে। অন্যদিকে, অভিযোগ পাওয়ার পরই মাত্র চার ঘন্টার মধ্যে উত্তম প্রামাণিক নামে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ‌। উদ্ধার হয়েছে সোনার হার। বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হয় ঘাটাল মহকুমা আদালতে। তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তবে, ঘাটাল শহরের মাঝখানে কাকভোরে এই ধরনের ঘটনা ঘটায়, আতঙ্কিত প্রাতঃভ্রমণকারী মহিলারা! যদিও, তাঁদের আশ্বস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :

thebengalpost.net
বিজ্ঞাপনী প্রচার: