দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট:”আমাকে যে ভাষায় তিনি আক্রমণ করেছেন, আমি সব জায়গায় অভিযোগ করবো।‌ আমি যদি শারীরিক ভাবে কোথাও আক্রান্ত হই, তার দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে!” মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুরে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি শহীদ বাপ্পাদিত্য খুটিয়া’র মূর্তি উন্মোচন উপলক্ষে, বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের আহবান উপস্থিত হয়ে এও অভিযোগ করেছেন, “বেহালার মিটিংয়ে উনি কুড়ি মিনিট ধরে কার্যত নাম না করে আমার বিরুদ্ধে অনেক কিছুই বলেছেন। আপনারা সবই শুনেছেন। এই মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের কলঙ্ক!” শুভেন্দু’র দাবি মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা, সিবিআই-এর বিরুদ্ধেও মানুষকে উস্কানি দিচ্ছেন। আর, তাঁর বিরুদ্ধেও! তাই, তিনি আক্রান্ত হলে, তার দায় মুখ্যমন্ত্রীর-ই।

thebengalpost.net
শহীদ বাপ্পাদিত্য খুটিয়া’র আবক্ষ মূর্তি:

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৭ মে লাদাখে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় খড়্গপুর শহরের বারবেটিয়া এলাকার বাসিন্দা, বীর সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া’র। ৭ সেনা জওয়ান শহীদ হয়েছিলেন ওইদিন। সেই বাপ্পাদিত্য’র আবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষেই এদিন খড়্গপুরে এসেছিলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় ক্লাব ও এলাকাবাসী’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিলেন বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ও শীতল কাপাট-ও। তবে, শুভেন্দু অধিকারী’র কথায় এদিনের অনুষ্ঠান ছিল ‘অরাজনৈতিক’। এদিন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাপ্পাদিত্য খুটিয়া’র মা-কে সঙ্গে নিয়ে মূর্তি উন্মোচন করেন। বলেন, “বাপ্পাদিত্য-দের মতো সেনারা আছেন বলেই আমরা শান্তিতে ঘুমোই।” তারপরই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার করেন শুভেন্দু। একইসঙ্গে, পূর্ব মেদিনীপুরে তাঁর তেরঙ্গা যাত্রা আটকে দেওয়ায়, বুধবার তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বলে জানিয়েছেন। রাজ্য পুলিশের ডিজি (মনোজ মালব্য) ছাড়াও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার (অমরনাথ কে) এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রদ্ধা পান্ডে)’এর বিরুদ্ধেই এই মামলা বলে জানিয়েছেন তিনি।