দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট:পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জেলার ২২-টি বিদ্যালয়-কে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে ‘স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার ২০২২’ এর জন্য। এবার, ২২-টি স্কুলের প্রধান শিক্ষক বা প্রতিনিধিদের হাতে আগামী ১০ আগস্ট (বুধবার) পুরস্কার তুলে দেওয়া হবে জেলা প্রশাসন তথা সমগ্র শিক্ষা মিশন (SSM- Samagra Siksha Mission) এর পক্ষ থেকে। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক। এই তালিকায় সরকারি বা সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় যেমন আছে; ঠিক তেমনই আছে কেন্দ্রীয় বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয়ও।

thebengalpost.net
ছবির মতো সুন্দর স্কুল সহড়দা কালিপদ বিদ্যাপীঠ :

thebengalpost.net
অনন্য সুন্দর স্কুল- নছিপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়:

প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যালয়ের পরিকাঠামো, পরিবেশ, পরিচ্ছন্নতা, সৌন্দর্য, শৌচাগার, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের আচরণ- প্রভৃতি বিষয়ের উপর মূল্যায়ন করে এই পুরস্কার দেওয়া হয় প্রথমে জেলা স্তরে এবং তারপর রাজ্য স্তরে। ইতিমধ্যে, জেলার এই ২২-টা স্কুলের মধ্যে ১৪-টি স্কুল পরিদর্শন করে গেছেন রাজ্যের আধিকারিকরাও। তবে, রাজ্যের ফলাফল এখনও ঘোষণা হয়নি। অন্যদিকে, জেলার ২২-টি স্কুলকেই পুরস্কৃত করার কথা জানানো হলেও, প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানাধিকারীদের নাম এখনও ঘোষণা করা হয়নি। আগামী ১০ আগস্ট-ই তা জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু, বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় স্থানাধিকারী-দের নাম জানা গেছে ইতিমধ্যে। যেমন, পানীয় জল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে এগিয়ে আছে ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়, শৌচাগার ও শিক্ষার্থীদের আচরণ বিভাগে এগিয়ে আছে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ। অন্যদিকে, সার্বিক বিভাগে নছিপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়, সহড়দা কালিপদ বিদ্যাপীঠ, হাটসরবেড়িয়া ড. বি.সি. রায় শিক্ষা নিকেতন- প্রভৃতি স্কুলগুলি এগিয়ে আছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

thebengalpost.net
পুরস্কৃত হবে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল- ডিএভি মডেল স্কুল (খড়্গপুর):

thebengalpost.net
হাটসরবেড়িয়া উচ্চ বিদ্যালয়:

এক নজরে দেখে নিন, জেলার এই ২২-টি বিদ্যালয়ের তালিকা- সহড়দা কালিপদ বিদ্যাপীঠ- উঃ মা (পিংলা); খালিনা প্রাথমিক বিদ্যালয় (নারায়ণগড়); কাশিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় (ক্ষীরপাই); কেন্দ্রীয় বিদ্যালয়- আইআইটি খড়্গপুর (খড়্গপুর); ঔরঙ্গবাদ বিপিনবিহারী মেমোরিয়াল পার্ট বেসিক স্কুল (কেশিয়াড়ি); নছিপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় (কেশিয়াড়ি); পাথরিশোল প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১); হাটসরবেড়িয়া ড. বি.সি. রায় শিক্ষা নিকেতন- উঃ মা (দাসপুর-১); মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ (শালবনী); ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় (শালবনী); পানপাড়া প্রাথমিক বিদ্যালয় (সবং); উজান হরিপদ উচ্চ বিদ্যালয় (পিংলা); গোবিন্দপুর মকরামপুর এস.এস শিক্ষা নিকেতন (নারায়ণগড়); বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় (মোহনপুর); পলাশী প্রাথমিক বিদ্যালয় (মেদিনীপুর সদর); কুচলাচটি প্রাথমিক বিদ্যালয় (খড়্গপুর-১); ডিএভি মডেল স্কুল (খড়্গপুর); কেন্দ্রীয় বিদ্যালয়- নম্বর ২ (খড়্গপুর); দোমোহানি জুনিয়র হাই স্কুল (গড়বেতা ৩ নং বা চন্দ্রকোনা রোড); কুলিবাদ প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১); মেনকাপুর প্রাথমিক বিদ্যালয় (দাঁতন-২) এবং ভেটিমলা বোর্ড-১ প্রাথমিক বিদ্যালয় (দাঁতন-১)।

thebengalpost.net
মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ :

thebengalpost.net
পানীয় জল বিভাগে এগিয়ে ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়:

thebengalpost.net
কুচলাচটি প্রাথমিক বিদ্যালয় (খড়্গপুর -১) :

thebengalpost.net
রাখী তৈরিতে ব্যস্ত পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা (মেদিনীপুর সদর) :