দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ জুলাই: স্বাধীন ভারতবর্ষে এর আগে দেশের বা কোনো রাজ্যের শিক্ষামন্ত্রীকে ঘিরে এতবড় ‘আর্থিক’ আর ‘নারীঘটিত’ কেলেঙ্কারি সামনে এসেছে কিনা, মনে করতে পারছেন না দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবাদ কর্মী থেকে পুলিশ প্রশাসনের আমলা ও আধিকারিকরা। বিরোধী দলগুলি থেকে শুরু করে, রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা অজয় মুখোপাধ্যায় রবিবার একটি সংবাদমাধ্যমের বিতর্ক সভায় স্পষ্ট জানিয়েছেন, “স্বাধীন ভারতে কোন শিক্ষামন্ত্রীকে ঘিরে এত বড়ো দুর্নীতি বা কেলেঙ্কারির ঘটনা এই প্রথম সামনে এলো।” অপরদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রবিবার কলকাতায় পৌঁছে সর্বভারতীয় সংবাদ সংস্থা-কে জানিয়েছেন, “কারও বাড়িতে ২১ কোটি টাকার নোটের পাহাড় উদ্ধার হয়েছে। এই দুর্নীতির নিন্দা করার ভাষা নেই! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দের মাটিতে এ ঘটনা লজ্জাজনক! বিদ্যার দেবী সরস্বতীর উপাসকদের ঐশ্বরিক ভূমি বাংলা। অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার।” তিনি রবিবার রাজ্যের অনশনরত চাকরি প্রার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। আশ্বাস দিয়েছেন রাজ্য সরকারের কাছে নিয়োগের বিষয়ে জানতে চাইবেন।

thebengalpost.net
Union Minister Dharmendra Pradhan :

অন্যদিকে, যাঁর বাড়ি থেকে এই বিপুল অঙ্কের টাকা (২১ কোটি ২০ লক্ষ), সোনা (৮০ লক্ষ টাকার), বৈদেশিক মুদ্রা (৫৫ লক্ষ টাকার)- প্রভৃতি উদ্ধার হয়েছে সেই অর্পিতা মুখোপাধ্যায়ের সহ অভিনেতা ‘রামকৃষ্ণ’ সৌরভ সাহা রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, “মানুষের কিসের এত লোভ, সত্যিই বুঝতে পারি না!” বামাক্ষ্যাপা ও রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয় হওয়া সৌরভ জানিয়েছেন, “লোভে পাপ, পাপে মৃত্যু! আমাকে বুঝতে হবে আমার ক্ষমতা ততটুকুই যতটা আমাকে ঈশ্বর দিয়েছেন। আমি যদি লোভের রাস্তা নিই, চুরিচামারি করে, তেল দিয়ে অনেক বেশি উপার্জন করব। তা হলে এই অর্পিতার মতো অবস্থা হবে।” তবে, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্নীতির বিরুদ্ধে নিশ্চয়ই সরব হবেন, বিশ্বাস সৌরভের। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ অনেক বছর আগে একটি টিভি চ্যানেলে ‘বামাক্ষ্যাপা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন ওড়িশা থেকে আসা অভিনেত্রী অর্পিতা মুখার্জি। যে ধারাবাহিকে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছিলেন সৌরভ সাহ। পরবর্তী সময়ে অবশ্য ‘রামকৃষ্ণ’ চরিত্রে অভিনয় করেই সৌরভ পেয়েছেন বিপুল জনপ্রিয়তা।

thebengalpost.net
সৌরভ সাহা :